
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী ১৩ই জুলাই ২০২৩ থেকে ২৩ শে জুলাই ২০২৩ ইং তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে ১ম রিলিজ স্লিপের আবেদন করা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপে আবেদন ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি হওয়ার জন্য সাধারণত ১ম, ২য় ও কোটাতে যারা চান্স পাইনি, কিংবা চান্স পেয়েও ভর্তি হয়নি তাদের জন্যই এই রিলিজ স্লিপ।
রিলিজস্লিপে দুইবার আবেদনের সুযোগ থাকে। একটি ১ম রিলিজ স্লিপ অপরটি ২য় রিলিজ স্লিপ নামে অভিহিত।
যেসকল শিক্ষার্থীরা কোন কলেজে চান্স পাইনি, চান্স পেয়েও ভর্তি হয়নি কিংবা ভর্তি বাতিল করতে ইচ্ছুক তারা জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবে।
১ম রিলিজ স্লিপের নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে। নিচে ১ম রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হলোঃ
অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
অনলাইনে আবেদন শুরুঃ ১৩ জুলাই ২০২৩ ইং।
আবেদন শেষঃ ২৩ জুলাই ২০২৩ ইং।
অনলাইনে আবেদন করার লিংকঃ http://app1.nu.edu.bd/
কারা আবেদন করতে পারবে?
- যারা ১ম, ২য় ও কোটা মেধা তালিকায় স্থান পায়নি।
- যেসকল শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি।
- যারা মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি বাতিল করেছে।
আরো পড়ুন- রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি | জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স ভর্তির রিলিজ স্লিপ আবেদন পদ্ধতি
অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপে আবেদন করার জন্য প্রথমে ভর্তি বিষয়ক অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যেতে এই লিংকে ক্লিক করুন।
স্টুডেন্ট আইডি লগইন করা
অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপে আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের nu.ac.bd/admissions or http://app1.nu.edu.bd/ লিংকে প্রবেশ করে সঠিকভাবে আবেদনকারীর রোল ও পিন এন্ট্রি দিতে হবে।
এন্ট্রি দেওয়ার পর এখানে আবেদনকারীর নাম ও অনান্য তথ্য সহ রিলিজ স্লিপে আবেদন করার ফরম প্রদর্শিত হবে।
কলেজ ও বিষয় চয়েজ দেয়া
রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির আবেদনের জন্য এক্ষেত্রে প্রার্থীকে College Selection Option এ গিয়ে আবেদনকারীর পছন্দ অনুসারে কলেজ চয়েজ করতে হবে।
এখানে কলেজ সিলেক্ট করার সাথে সাথে ঐ কলেজের বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা দেখতে পারবে।
একই সাথে Eligible বিষয়ের তালিকা দেখতে পাবে। এখন আবেদনকারীকে Eligible বিষয়ের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে।
অনূরুপভাবে আবেদনকারীকে সর্বমোট পাঁচটি কলেজে পর্যায়ক্রমে বিষয় পছন্দক্রম নির্ধারন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপ আবেদন ফরম পূরণ করতে হবে।
রিলিজ স্লিপ আবেদন ফরম চূড়ান্তকরণ
আবেদনকারীকে সঠিক ভাবে তথ্য পূরণ করে সাবমিট এ্যাপলিকেশন ( Submit Application) ক্লিক করলে তার নাম, প্রাথমিক আবেদনের রোল নং, কলেজের নাম সহ বিষয় পছন্দক্রমের একটি নতুন আবেদন ফরম ওয়েবসাইটে দেখতে পাবে।
এখন এই ফরমটি Download করে প্রিন্ট করে নিতে হবে।
আরো পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপে আবেদন সংক্রান্ত সকল তথ্য ২০২৩
এক্ষেত্রে এই ফরমটি কলেজসমূহে জমা দিতে হবে না বা কোন ফি প্রদান করতে হবে না।
রিলিজ স্লিপের আবেদন ফরম বাতিলকরণ
কোন পার্থী যদি রিলিজ স্লিপে আবেদন চূড়ান্ত করার পরেও তার আবেদন ফরমের কলেজ/বিষয় পছন্দক্রম সংশোধন কিংবা পরিবর্তন করার ইচ্ছুক থাকে তবে তাকে পূনরায় Applicant’s Login অপশনে গিয়ে Honours Login থেকে রোল ও পিন এন্ট্রি দিতে হবে।
এখানে প্রবেশ করার পর Cancel Release Slip অপশন থেকে Click To Generate the security key তে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করার সাথে সাথে প্রার্থী তার আবেদন ফরমে উল্লেখিত মোবাইলে এসএমএস এর মাধ্যমে One Time Password (OTP) পেয়ে যাবে।
এই OTP এর মাধ্যমে আবেদনকারী রিলিজস্লিপ বাতিলপূর্বক নতুন করে আবেদন করতে পারবে।
বিঃদ্র- অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপে আবেদন প্রার্থী এই সুযোগ মাত্র একবারই পাবে।
প্রথম রিলিজ স্লিপের ফলাফল দেখুন এখানে
রিলিজ স্লিপের ফলাফল ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে আবেদন করার পর রেজাল্ট নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে। এক্ষেত্রে আবেদন সমাপ্ত হওয়ার ৭ থেকে ১০ দিনের ভেতরে রিলিজ স্লিপ ফলাফল প্রকাশ করা হয়।
রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোন সুযোগ থাকে না।
১ম রিলিজ স্লিপের রেজাল্ট দেখার লিংক
রিলিজ স্লিপের মাধ্যমে চান্স পাওয়ার পর করণীয় কাজ
রিলিজ স্লিপে চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপে আবেদন রে রিলিজ স্লিপে নির্বাচিত কলেজ ও বিষয়ে চান্স পেলে ওয়েবসাইটে রোল ও পিন এন্ট্রি করে ভর্তির আবেদন ফরম প্রিন্ট করতে হবে।
আবেদন ফরম সংগ্রহ করার পর আবেদন ফরমের সাথে যে সকল কাগজ কলেজে জমা দিতে হবে তা দেওয়া হলোঃ
যে সকল কাগজপত্র জমা দিতে হবেঃ
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র।
- রেজিষ্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি।
- রেজিষ্ট্রেশন ফি।
এসকল কাগজপাতি নির্ধারিত কলেজে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এগুলো সম্পূর্ন করতে না পারলে অনার্সে ভর্তির আর কোন সুযোগ থাকবে না।
পরিশেষে, অনার্স ভর্তির রিলিজ স্লিপে আবেদনের নিয়ম ও বিস্তারিত সকল তথ্য দেওয়া হয়েছে।
আমি চেষ্টা করেছি আপনাদের অনার্স ভর্তিতে NU 1st Release Slip 2023, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) অনার্স ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ও ফলাফল দেখার নিয়ম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির রিলিজ স্লিপ ২০২৩ নিয়ে সঠিক তথ্য তুলে ধরতে।
যারা এসকল বিষয় জানতেন না কিংবা জেনেও থাকেন তাদের পূনরায় মনে করানোর চেষ্টা করলাম।
যদি লেখাটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। শেয়ার করে ভর্তিচ্ছুক ভাই/বোনদেন সহযোগিতা করুন। ধন্যবাদ।
পোষ্টটি লিখেছেন

- শিক্ষা বিষয়ক খবর সবার আগে
- এডু হেল্পস বিডি শিক্ষা বিষয়ক বাংলা কমউনিটি ওয়েবসাইট। এডু হেল্পস বিডি এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর কমিউনিটি তৈরি করা। পাশাপাশি পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সেবা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা ও লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা।
ফলাফলSep 12, 2023ঢাবির সাত কলেজ রেজাল্ট দেখার সহজ নিয়ম
চাকরির খবরSep 4, 2023খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | পদ সংখ্যা ১৩৭৭
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 31, 2023ডিগ্রি ১ম বর্ষ ভর্তি ২০২৩ | যোগ্যতা ও আবেদনের নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 26, 2023মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ | জাতীয় বিশ্ববিদ্যালয়