Home অনার্স অনার্স-মাস্টার্সের পরীক্ষার সময়সূচি এ মাসেই, কলেজ খুললেই পরীক্ষা

অনার্স-মাস্টার্সের পরীক্ষার সময়সূচি এ মাসেই, কলেজ খুললেই পরীক্ষা

অনার্স-মাস্টার্সের পরীক্ষার সময়সূচি এ মাসেই, কলেজ খুললেই পরীক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের অবসান ঘটার সাথে সাথে আগামী ২৩ মে কলেজ খোলার প্রথম সপ্তাহেই অগ্রাধিকার ভিত্তিতে অনার্স-মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এসব পরীক্ষার সময় সূচি তৈরি করে রাখা হয়েছে। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে সেজন্য কিছুদিনের মধ্যে এসব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিভিন্ন গণমাধ্যম কে এসব তথ্য জানিয়েছেন। অগ্রাধিকার ভিত্তিতে অনার্স ৩য় বর্ষ, ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব, ২০২০ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু হবে।

ঢাকা কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক আই সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আমরা পরীক্ষা নেওয়ার  সকল ধরনের পূর্ব প্রস্ততি নিয়ে রাখবো। পরিস্থিতি স্বাভাবিক হলেই যেন কলেজ খোলার সাথে সাথে পরীক্ষা শুরু করতে পারি। সরকারি ভাবে লক ডাউন ঘোষণা না করা পর্যন্ত চলমান অনার্স ২য় বর্ষ (স্পেশাল) ও ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনেই চলবে।

তিনি বলেন, আমরা সামাজিক দুরত্ব বজায় রেখেই পরীক্ষা কেন্দ্রে আসন বিন্যাস করেছি এবং শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের পূর্বে শরিলের তাপমাত্রা পরিক্ষা করে প্রবেশ করানো হচ্ছে। করোনার জন্য সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গুলো নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!