অনার্সে ভর্তির সময় সাবজেক্ট চয়েজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যে কোন শিক্ষার্থীর অনার্সে ভর্তির আগে অনার্স সাবজেক্ট পরিচিতি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।
বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে কোন সাবজেক্ট এর উপর অনার্স করতে চাচ্ছো তার উপর সাবজেক্ট চয়েজ নির্ধারিত হয়ে থাকে।
আমাদের আজকের আর্টিকেলে আমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অনার্স সাবজেক্ট কি কি, অনার্সে কমার্সের সাবজেক্ট কি কি, অনার্সের সাইন্সের সাবজেক্ট কি কি ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
অনার্স সাবজেক্ট পরিচিতি বা রিভিউ
তোমরা যারা সাবজেক্ট চয়েজ নিয়ে চিন্তায় রয়েছো, তাদের জন্য আমরা খুব সহজভাবে দেখাবো অনার্সের সাবজেক্ট কয়টি, এবং বিজ্ঞান, মানবিক অথবা বাণিজ্য বিভাগ থেকে কোন বিষয়ে অনার্স করা ভবিষ্যতের জন্য ভালো হবে। তাহলে চলো অনার্স সাবজেক্ট পরিচিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক:
আর্টসের সাবজেক্ট কি কি
কোন শিক্ষার্থী যদি এসএসসি এবং এইচএসসি মানবিক বিভাগের উপর করে থাকে তাহলে সেই শিক্ষার্থী অনার্স মানবিক অথবা ব্যবসায় বাণিজ্য বিভাগের উপর করতে পারে। মানবিক বিভাগে যেসব বিষয়ের উপর অনার্স করা যেতে পারে সেই বিষয়গুলো হলো:
- বাংলা
- ইংরেজি
- ইতিহাস
- ইসলামের ইতিহাস
- সমাজকর্ম
- দর্শন
- আরবি
- মনোবিজ্ঞান
- অর্থনীতি
- সমাজবিজ্ঞান
- রাষ্ট্রবিজ্ঞান
- ভূগোল
- গণযোগাযোগ ও সাংবাদিকতা
- সংস্কৃত
- চাইনিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার
- জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার
- পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ
- লোক প্রশাসন।
অনার্সে মানবিক বিভাগের সেরা সাবজেক্ট কি কি?
মানবিক বিভাগের শিক্ষার্থী হলেই যে তুমি বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী থেকে পিছিয়ে থাকবে বিষয়টা এমন নয়।
মানবিক বিভাগেও এমন কিছু সাবজেক্ট রয়েছে যেই সাবজেক্টগুলো বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের সাবজেক্টগুলো থেকে কোন অংশেই পিছিয়ে নেই।
তাহলে চলো এক নজরে দেখে নেওয়া যাক অনার্সে মানবিক বিভাগের সেরা সাবজেক্ট কি কি?
- বাংলা,
- ইংরেজি,
- অর্থনীতি।
ইংরেজি
মানবিক বিভাগের সেরা সাবজেক্টগুলোর মধ্যে ইংরেজি অন্যতম। এই সাবজেক্টকে মানবিক বিভাগে সবচেয়ে সম্মানযোগ্য এবং সুনামযোগ্য বিষয় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
যারা ইংরেজিতে মোটামুটি ভালো এবং এসএসসি এবং এইচএসসি মানবিক বিভাগ থেকে সম্পন্ন করেছ, তারা অনায়াসেই অনার্সে ইংরেজি বিভাগে ভর্তি হয়ে যেতে পারো।
তবে যাদের ইংরেজির ওপর ভালো দখল নেই তারা এই বিভাগ থেকে ভালো ফলাফল করতে পারবেনা। তাই ইংরেজি বিভাগের ভর্তি হলে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে।
যারা ইংরেজি বিভাগ নিয়ে অনার্স শেষ করছেন তারা নিন্মুক্ত পদে চাকরি পেতে পারেন:
- বিদেশের বিভিন্ন নামকরা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার সুযোগ থাকবে,
- রাজনৈতিক ও প্রশাসনিক বিভাগে অগ্রাধিকার পাবেন,
- বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতার সুযোগ থাকবে।
বাংলা
অনেকেই মনে করেন বাংলা বিভাগে ভর্তি হলে সারা বছর পড়াশোনা না করেই ভালো একটা ফলাফল করতে পারব। কিন্তু মানবিক বিভাগের সবচেয়ে কঠিন বিষয় গুলোর মধ্যে বাংলা অন্যতম।
তবে যারা বাংলা বিভাগ থেকে ভালো ফলাফল করে বের হবেন তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। তাই অনার্সে যারা ভালো সাবজেক্ট খুঁজছেন তারা অনায়াসে বাংলা নির্ধারণ করতে পারেন।
যারা বাংলা বিভাগে অনার্স শেষ করবেন তারা নিন্মুক্ত পদে চাকরি পারেন:
- দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট স্কুল এবং কলেজে,
- বিশেষ শিক্ষা এবং বিসিএস প্রশাসন বিভাগে,
- অনুবাদক, লেখক অথবা সাংবাদিকতা বিভাগে,
- বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে।
অর্থনীতি
অনার্সে মানবিক বিভাগের মধ্যে সবচেয়ে কঠিন এবং ভালো সাবজেক্ট হলো অর্থনীতি। যারা অর্থনীতি বিষয়ে ভালো বোঝে তাদের কাছে এই সাবজেক্টে খুবই সহজ মনে হয় কিন্তু বিষয়টি কঠিন হওয়ায় বেশিরভাগ শিখাতিদের কাছেই এটি তেতো সাবজেক্ট।
তবে কোনো শিক্ষার্থী যদি ভবিষ্যতে সরকারি ও বেসরকারি ব্যাংকে চাকরি নিতে চায় এবং বড় কোন প্রতিষ্ঠানে অর্থনীতি বিষয়ক চাকরি নিতে চায় তাহলে এই সাবজেক্টটি শুধুমাত্র তাদের জন্য।
যেসব শিক্ষার্থীরা অর্থনীতি বিষয় অনার্স শেষ করবেন তারা নিন্মুক্ত পদে চাকরি পেতে পারেন:
- একাউন্টিং বিভাগে চাকরির সুযোগ,
- ফিন্যান্স এবং ম্যানেজমেন্ট বিভাগে চাকরির সুযোগ,
- ব্যাংকিং প্রতিষ্ঠানের নিয়োগের সুযোগ।
অনার্সে কমার্সের সাবজেক্ট কি কি
অনার্সে কমার্সের সাবজেক্ট প্রায় সবগুলোই খুবই সম্মানযোগ্য সাবজেক্ট। অনার্সে কমার্সের সাবজেক্ট কি কি তা নিচে দেখানো হলো:
- ব্যবস্থাপনা
- মার্কেটিং
- হিসাববিজ্ঞান
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং।
অনার্স চলাকালীন শিক্ষার্থীরা ফিনান্স এন্ড ব্যাংকিং সাবজেক্টের যেসব বিষয় পড়ে থাকে তা হল:
- প্রিন্সিপাল অফ মার্কেটিং,
- প্রিন্সিপাল অফ ইকনোমিকস,
- প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট,
- ফিনান্সিয়াল এনালাইসিস অ্যান্ড কন্ট্রোল,
- ই কমার্স,
- ই ব্যাংকিং,
- ট্যাক্সেশন ইন বাংলাদেশ,
- বিজনেস রিসার্চ ম্যাথাডোলজি,
- সেন্ট্রাল ব্যাংকিং,
- ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স।
বাংলাদেশে ভালো মানের কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যেসব প্রতিষ্ঠানে ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ভালো পদে চাকরি পেয়ে থাকে।
এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হল: কর্পোরেট ব্যাংকিং প্রতিষ্ঠান, গার্মেন্টস ও বীমা কোম্পানি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং কর্পোরেট ফিন্যান্স।
মার্কেটিং বিষয়ে যেসব শিক্ষার্থীরা অনার্স শেষ করে তারা নিন্মুক্ত পদে চাকরি পেতে পারে:
- মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার,
- মার্কেটিং এনালিস্ট,
- মার্কেটিং রিসার্চ ম্যানেজার,
- প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার,
- কর্পোরেট মার্কেটিং অফিসার,
- মিডিয়া ডিটেক্টর।
যেসব শিক্ষার্থীরা হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স শেষ করবে তারা নিন্মুক্ত পদে চাকরি পেতে পারে:
- কস্ট ম্যানেজার,
- অডিট অফিসার,
- ব্যাংকের একাউন্টেন্ট,
- সিএজি ডিপার্টমেন্ট,
- বিসিএস ট্যাক্স এন্ড অডিট,
- চার্টার্ড একাউন্টেন্ট,
- যেকোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি।
অনার্সের সাইন্সের সাবজেক্ট কি কি
বিজ্ঞানের যেকোন বিষয়ে অনার্স শেষ করলেই শিক্ষার্থীরা পেতে পারে চাকরির সুবর্ণ সুযোগ। দেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের একাধিক সাবজেক্ট রয়েছে।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও যে কোন শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ে অনার্স শেষ করতে পারে। চলুন এক নজরে দেখে আসি অনার্সের সাইন্স এর সাবজেক্ট কি কি?
- পদার্থবিজ্ঞান,
- রসায়ন,
- গণিত,
- পরিসংখ্যান,
- জীববিজ্ঞান,
- গার্হস্থ্য অর্থনীতি,
- উদ্ভিদবিজ্ঞান,
- মৃত্তিকা বিজ্ঞান,
- প্রাণিবিজ্ঞান,
- ভূগোল ও পরিবেশ,
- কৃষি শিক্ষা।
রসায়ন বিষয়ে অনরসম্পন্ন করে একজন শিক্ষার্থী যেসব কোম্পানিতে চাকরি পেতে পারে তা হল:
- রিমিক্স কর্পোরেশন লিমিটেড,
- জিডিএস কেমিক্যাল কোম্পানি,
- যমুনা গ্রুপ,
- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন,
- কোহিনুর কেমিক্যাল,
- ইমপ্রেস কেমিক্যাল ইত্যাদি।
রসায়ন বিভাগে অধ্যয়নরত একজন শিক্ষার্থী বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান থেকে গবেষণা করতে পারবে তা হলো:
- বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন,
- ইনস্টিটিউট অফ ফুয়েল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট,
- ম্যাটেরিয়াল কেমিস্ট্রি রিসার্চ ল্যাব,
- বাংলাদেশ বৈজ্ঞানিক শিল্প গবেষণা কাউন্সিল,
এছাড়া ফার্মেসি ও ওষুধ শিল্প নিয়ে গবেষণা করতে পারবে নিম্নক্ত প্রতিষ্ঠানে:
- একমি,
- স্কয়ার ফার্মাসিটিক্যাল,
- বেক্সিমকো ফার্মাসিটিক্যাল,
- ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল।
গণিত বিষয়ে অনার্স সম্পূর্ণ করে একজন শিক্ষার্থী যেসব প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন তা হল:
- সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়,
- অ্যানালিটিকাল এবং গবেষণা সেক্টর,
- ফাইন্যান্স জব রিলেটেড সেক্টর,
- বিভিন্ন ধরনের আইটি কোম্পানি।
অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি
অনার্সের বেশিরভাগ সাবজেক্ট গুলো কঠিন হলেও কিছু সহজ সাবজেক্ট রয়েছে। আপনার যদি পড়াশোনা করতে ভালো না লাগে অথবা পড়াশোনায় বেশি সময় দিতে না পারেন তাহলে নিচের সাবজেক্ট গুলো পছন্দের তালিকায় রাখতে পারেন:
- সমাজকর্ম,
- ইসলামে ইতিহাস,
- ইতিহাস,
- বাণিজ্য বিভাগের সব থেকে সহজ সাবজেক্ট হলো মার্কেটিং।
মানবিক বিভাগ থেকে সহজ সাবজেক্ট পছন্দের তালিকায় রাখতে চাইলে সমাজকর্ম, ইসলামে ইতিহাস, ইতিহাস রাখতে পারেন। এই বিষয়গুলোতে অল্প পড়াশোনা করেও ভালো ফলাফল করা যায়।
যদি আপনি বাণিজ্য বিভাগের হয়ে থাকেন তাহলে পছন্দের তালিকায় মার্কেটিং বিষয়টি রাখতে পারেন। বাণিজ্য বিভাগের অন্যান্য বিষয়ের তুলনায় এই বিষয়টি বেশ সহজ।
আর বিজ্ঞান বিভাগের সবগুলো সাবজেক্ট ই বেশ জটিল। তাই বিজ্ঞান বিভাগ থেকে সাবজেক্ট চয়েজ এর সময় আপনি যে বিষয়ে পারদর্শী তা পছন্দের তালিকায় রাখুন।
অনার্স কোন সাবজেক্ট ভালো
অনার্স এর সবচেয়ে ভালো সাবজেক্ট গুলো হলো:
- মানবিক বিভাগ থেকে: অর্থনীতি, বাংলা, ইংরেজি।
- বাণিজ্য বিভাগ থেকে: হিসাববিজ্ঞান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং।
- বিজ্ঞান বিভাগ থেকে: গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান।
অনার্স সাবজেক্ট চয়েস
অনেকেই ছোটবেলা থেকে নির্দিষ্ট একটি সাবজেক্টে পড়ার স্বপ্ন দেখে থাকে। তবে এই স্বপ্ন পূরণের আগে ছোটবেলা থেকে এই পথ ধরেই হাঁটতে হয়।
অনার্স সাবজেক্ট চয়েজ দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে: আপনার পড়াশোনা সুবিধা গুলি, কোন বিষয় ভালো বোঝেন, কোন বিষয়ে আপনার পড়তে ভালো লাগে, এবং আপনি ভবিষ্যতে কি করতে চান সেই বিষয়গুলো।
এই সবগুলো বিষয়ে চিন্তা করে যে সাবজেক্ট এর সাথে আপনি মিল খুঁজে পাবেন সেই সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট চয়েজ হিসেবে তালিকার প্রথমে রাখুন।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন
১) অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি?
উঃ অনার্সের সবচেয়ে সহজ সাবজেক্ট হলো মনোবিজ্ঞান, লোক প্রশাসন, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান।
২) অনার্স শেষ করতে কত বছর লাগে?
উঃ উচ্চ মাধ্যমিক পাশ করার পর অনার্স করতে সাধারণত চার বছর সময় লাগে (সেশন জট ছাড়া)।
৩) চারুকলায় অনার্সের জন্য কোন সাবজেক্ট ভালো?
উঃ চারুকলায় অনার্স করার জন্য ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান ইত্যাদি বিষয় পছন্দের তালিকায় রাখতে পারে।