একটা সময় ছিল যখন শিক্ষার্থীরা মনে করতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষায় তত্ত্বীয় ও ইনকোর্সে আলাদা আলাদা ভাবে পাস করতে হবে।
কিন্তু সেই ধারনা এখন থেকে পরিবর্তন করতে হবে। কেননা এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষায় ইনকোর্স ও তত্ত্বীয় মিলে ৪০ পেলেই পাস।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স ও তত্ত্বীয় মিলে ৪০ পেলে পাস
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেছেন যে, অনার্স/ মাস্টার্স / ডিগ্রি পরীক্ষায় ইনকোর্সের ২০ নম্বর এবং থিউরির ৮০ থেকে দুইটা মিলে ৪০ পেলেই মিলবে পাস।
ইনকোর্সে কোন শিক্ষার্থীরা যদি নম্বর কম পেয়ে তত্ত্বীয়তে বেশি পেয়ে ৪০ আসে তাহলে সে পাস করবে।
তবে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের উপস্থিতি ৩ নম্বর পেতে হবে। কেউ যদি ইনকোর্সে খারাপ করেও তত্ত্বীয়তে ৪০ পেয়ে যায় তাহলে সে পাস করবে।
সেক্ষেত্রে উপস্থিতিতে ৩ নম্বর না থাকলে পরীক্ষায় অংশ নিতে পারবে না।
প্রোমোশনের নিয়মাবলী
চার বছরের অনার্স কোর্সের রেগুলেশন অনুযায়ী এক বর্ষ থেকে অন্য বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য সকল কোর্সের পরীক্ষায় অংশ নিতে হবে।
অন্যথায় কোন শিক্ষার্থী প্রমোশন পাবে না।
১ম বর্ষ হতে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে ৩ টি তত্ত্বীয় বিষয়ে নূন্যতম D গ্রেড বা তার বেশি পেতে হবে।
২য় বর্ষ হতে ৩য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে ৩ টি তত্ত্বীয় বিষয়ে নূন্যতম D গ্রেড বা তার বেশি পেতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশনের নিয়ম | সকল বর্ষ
কোন বর্ষে ১ টি বিষয়ে কেউ যদি অনুপস্থিত থাকে এবং অন্য সকল বর্ষের সকল বিষয়ে নূন্যতম D গ্রেড বা তার বেশি থাকে তাহলে সে সর্তসাপেক্ষে প্রোমোশন পাবে।
সেক্ষেত্রে অনুপস্থিত বিষয়ে পরবর্তী বর্ষে পরীক্ষা দিয়ে পাস করা বাধ্যতামূলক।
৩ বর্ষ হতে ৪র্থ বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে ৪ টি তত্ত্বীয় বিষয়ে নূন্যতম D গ্রেড বা তার বেশি পেতে হবে।
নট প্রোমোটেড কারা হবে?
উপরের উল্লেখিত শর্ত পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা Not Promoted হিসাবে বিবেচিত হবে।
পরবর্তী বছরে তাদের পূর্ববর্তী F গ্রেড পাওয়া বিষয়ে বা অনুপস্থিত থাকা বিষয়ে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশ নিবে।
সেই সাথে C এবং D গ্রেড প্রাপ্ত সর্বচ্চো ২ টা বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে।
প্রথম বর্ষের সমস্ত বিষয়ে D গ্রেড বা তার বেশি না পাওয়া পর্যন্ত ৩য় চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে তার রেজাল্ট স্থগিত থাকবে।
১ম বর্ষ এবং ২য় বর্ষের সব বিষয়ে D গ্রেড বা তার বেশি অর্জন না করা পর্যন্ত ৪র্থ বর্ষের পরীক্ষা দিতে পারবে না।
প্রোমোটেড ও নটপ্রোমোটেড সকল শিক্ষার্থী C বা D গ্রেড পাওয়া প্রতি বর্ষের সর্বচ্চো ২ টি বিষয়ে পরবর্তী বছরে মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে।
যদি F গ্রেড প্রাপ্ত বিষয় থাকে তাহলে সে একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সেই সাথে গ্রেড উন্নয়ন ও মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে।
কিন্ত F গ্রেড পাওয়া বিষয়ে পরীক্ষা দিয়ে গ্রহণযোগ্য গ্রেড পেলে আর ঐ বিষয়ে পরীক্ষা দেওয়ার কোন সুযোগ থাকবে না।
F গ্রেড পাওয়া বিষয়ে গ্রেড উন্নয়ন পরীক্ষায় প্রাপ্ত গ্রেড যতই হোক না কেন B+ এর বেশি প্রাপ্য হবে না।
একই বর্ষে সর্বোচ্চ ২ টি বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে। সব ক্ষেত্রে মানোন্নয়ন পরিক্ষায় রেজাল্টের ক্ষেত্রে পিক আপ পদ্ধতি অনুসরণ করা হয়।
আজকে এই পর্যন্তই। লেখাটির মাধ্যমে যদি আপনি বিন্দু পরিমান উপকৃত হয়ে থাকেন তাহলে লেখাটি শেয়ার করতে ভুলবেন না।