Home শিক্ষা ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বললেন শিক্ষামন্ত্রী দীপু মণি

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বললেন শিক্ষামন্ত্রী দীপু মণি

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বললেন শিক্ষামন্ত্রী দীপু মণি

দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রোজার ঈদের পর সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সচিবালয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, আগামী ৩০ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো খুলে দেওয়া হবে। তবে সেদিন কোন প্রাক-প্রাথমিক শাখা খুলবে না বলে জানানো হয়েছিল। প্রাক-প্রাথমিক শাখা কবে খুলবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলা হয়েছিল।

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে স্কুল-কলেজ সব বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। গত ২২ জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না।

আজ বৃহস্পতিবার ২৫ মার্চ বঙ্গবন্ধু এভিনিউয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন। এ সময় করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ছুটি বাড়ানোর বিষয়ে সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে। সল্প সময়ের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানান তিনি।

করোনাভাইরাস পরিস্থিতির জন্য সমস্ত বিশ্বকে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। গোটা বিশ্বের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ের এই প্রতিকূল স্রোতের মুখোমুখি রয়েছে বাংলাদেশও। সুতরাং অর্থনৈতিক চ্যালেঞ্জের মতো বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিক্ষা খাত। প্রায় ১২ মাস ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে তবে কিছু ক্ষেত্রে অনলাইনে কার্যক্রম চলমান আছে।

পোষ্টটি লিখেছেন

এডু হেল্পস বিডি
এডু হেল্পস বিডিশিক্ষা বিষয়ক খবর সবার আগে
এডু হেল্পস বিডি শিক্ষা বিষয়ক বাংলা কমউনিটি ওয়েবসাইট। এডু হেল্পস বিডি এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর কমিউনিটি তৈরি করা। পাশাপাশি পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সেবা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা ও লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!