
২০২১ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।
করোনা ভাইরাসের কারণে এবারে এসএসসির টেস্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। গত রোববার (২১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তথ্য জানিয়েছেন রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়নে আগ্রহী এবং ২০২০ সালের এসএসসি পরীক্ষায় চার বিষয় পর্যন্ত অকৃতকার্যরা প্রতিষ্ঠানপ্রধান বরাবর আবেদন করে পরীক্ষায় অংশ নিতে পারবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এবার যে পরিস্থিতি, তাতে টেস্ট পরীক্ষা নেওয়া কোন ভাবে সম্ভব হবে না। তাই, যারা ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক, তারা ফরম পূরণ করে সরাসরি পরীক্ষায় অংশ নিতে হবে। তিনি আরও বলেন যখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, ৬০ দিন ক্লাস করতে হবে। ওই ৬০ দিন যা পড়ানো হবে সেখান থেকেই প্রশ্নপত্র করা হবে। সে অনুযায়ী উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
আরও পড়ুনঃ সকল পরীক্ষার ফি আপাতত স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু সম্প্রতি করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে ফের সংশয় দেখা দিয়েছে। এই অবস্থায় ফরম পূরণ শুরু করার নির্দেশনা দিলো বোর্ডগুলো।
২০২১ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ুন
আরও পড়ুনঃ আগামী ২০ মার্চের মধ্যে সকল প্রাথমিক শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশ
এস এস সি কিনবা এইচএসসি পরীক্ষার আগে পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মনোনীত করা হয়। এরপর ফরম পূরণের সুযোগ দেওয়া হয়ে থাকে। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে কোন ভাবেই টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
পোষ্টটি লিখেছেন

- শিক্ষা বিষয়ক খবর সবার আগে
- এডু হেল্পস বিডি শিক্ষা বিষয়ক বাংলা কমউনিটি ওয়েবসাইট। এডু হেল্পস বিডি এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর কমিউনিটি তৈরি করা। পাশাপাশি পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সেবা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা ও লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা।
ফলাফলSep 12, 2023ঢাবির সাত কলেজ রেজাল্ট দেখার সহজ নিয়ম
চাকরির খবরSep 4, 2023খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | পদ সংখ্যা ১৩৭৭
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 31, 2023ডিগ্রি ১ম বর্ষ ভর্তি ২০২৩ | যোগ্যতা ও আবেদনের নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 26, 2023মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ | জাতীয় বিশ্ববিদ্যালয়