
সম্প্রতি খাদ্য অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে ২২ টি পদে সর্বমোট ১৩৭৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে। বর্তমান চাকরি প্রার্থীদের জন্য অনন্য সুযোগ। তাই সুযোগ যেন হাতছাড়া না হয় সে জন্যই খাদ্য অধিদপ্তরের এই চাকরির সার্কুলার নিয়ে আজকের আর্টিকেল।
১৩৭৭ জন জনবল নিয়োগের এই সুবর্ন চাকরির সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ লেখাটা পড়ুন।
খাদ্য অধিদপ্তরে আবেদনের সময়সূচী
সার্কুলার প্রকাশের তারিখঃ ৩১ আগস্ট, ২০২৩
আবেদনের শুরু সময়ঃ ১২ সেপ্টেম্বর, ২০২৩
আবেদনের শেষ সময়ঃ ১১ অক্টোবর, ২০২৩
খাদ্য অধিদপ্তরে নিয়োগের যাবতীয় তথ্য
চাকরির ধরণঃ সরকারি চাকরি
পদের সংখ্যাঃ ২২ টি
লোকসংখ্যাঃ ১৩৭৭ জন
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
বয়সঃ১৮-৩০ বছর
জেলাঃ সকল জেলা
প্রতিষ্ঠানঃ খাদ্য অধিদপ্তর
আবেদনের ওয়েবসাইটঃ http://dgfood.teletalk.com.bd/
২০২৩ সালের এক সুবর্ন সুযোগ প্রদান করেছে খাদ্য অধিদপ্তর। ১৩৭৭ জন জনবল নিয়োগ দিচ্ছে তারা যা অভাবনীয়। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন মাধ্যম ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না।
খাদ্য অধিদপ্তরে অনলাইনে আবেদনের নিয়ম
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল প্রার্থীকে নিম্নোক্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
http://dgfood.teletalk.com.bd/
- ওয়েবসাইটে প্রবেশ করে আগ্রহী প্রার্থীকে তার যাবতীয় তথ্য প্রদান করতে হবে
- পরবর্তীতে প্রার্থীর রঙ্গিন ছবি প্রদান করতে হবে
- অনলাইনে পূরণকৃত আবেদন সংরক্ষণ করতে হবে
- SMS এর মাধ্যমে ফি প্রদান করতে হবে
- টেলিটক প্রিপেইড সিমের দ্বারা ফি প্রদান করতে হবে।
উক্ত ওয়েবসাইটে আবেদন সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যেই
খাদ্য অধিদপ্তরে পরীক্ষাবাবদ ফি SMS এর মাধ্যমে ফি প্রদান করা যাবে।
প্রয়োজনীয় ফি
নিয়োগ বিজ্ঞপ্তির ১-২১ নং অনুযায়ী পরীক্ষার ফিঃ ২২৩ টাকা
নিয়োগ বিজ্ঞপ্তির ২২ নং অনুযায়ী পরীক্ষার ফিঃ ১১২ টাকা
খাদ্য অধিদপ্তরের পদসংখ্যা
- উপ-খাদ্য পরিদর্শক- ৩৬৫ জন
- সাটলিপি কাম কম্পিউটার অপারেটর- ০৩ জন
- সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ১১ জন
- উচ্চমান সহকারী- ০৪ জন
- ল্যাবরেটরি টেকনেশিয়ান- ০৩ জন
- ম্যাকানিকাল ফরম্যান- ০৩ জন
- ইলেক্ট্রিক্যাল ফরম্যান- ০২ জন
- সহকারী উপ- খাদ্য পরিদর্শক- ২২২ জন
- অপারেটর- ১৭ জন
- সহকারী ফরম্যান- ০৩ জন
- মিলরাইট- ০৫ জন
- ইলেক্ট্রিশিয়ান- ১০ জন
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৩৪৬ জন
- ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর- ৬৮ জন
- ল্যাবরেটরি সহকারী- ০২ জন
- সহকারী অপারেটর- ৩৩ জন
- স্টেভেডর সরদার- ০৬ জন
- ভেহিক্যাল মেকানিক- ০৯ জন
- সহকারী মিলরাইট- ০৬ জন
- মিল অপারেটিভ- ১১৭ জন
- সাইলো অপারেটিভ- ১৪৪ জন
- স্প্রেম্যান- ০৭ জন
খাদ্য অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
খাদ্য অধিদপ্তর থেকে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে যাবতীয় তথ্য বর্ণিত রয়েছে।
এই ছিল খাদ্য অধিদপ্তর থেকে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনের মাধ্যম অনলাইন এবং আবেদন শুরু ১২ই সেপ্টেম্বর, ২০২৩ থেকে এবং আবেদন শেষ হবে ১১ অক্টোবর, ২০২৩ এ।
http://dgfood.teletalk.com.bd/
২০১৫ বেতন স্কেল অনুযায়ী ১২তম থেকে ১৯তম গ্রেডের পদের নিয়োগ প্রকাশ করা হয়েছে। সুতরাং দেরি না করে এখনই প্রস্তুতি নিন মৌখিক পরীক্ষার জন্য এবং নিম্নের লিঙ্কে প্রবেশ করে আবেদন করুন আপনার কাংখিত সরকারি চাকরির জন্য।
পোষ্টটি লিখেছেন

- শিক্ষা বিষয়ক খবর সবার আগে
- এডু হেল্পস বিডি শিক্ষা বিষয়ক বাংলা কমউনিটি ওয়েবসাইট। এডু হেল্পস বিডি এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর কমিউনিটি তৈরি করা। পাশাপাশি পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সেবা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা ও লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা।
ফলাফলSep 12, 2023ঢাবির সাত কলেজ রেজাল্ট দেখার সহজ নিয়ম
চাকরির খবরSep 4, 2023খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | পদ সংখ্যা ১৩৭৭
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 31, 2023ডিগ্রি ১ম বর্ষ ভর্তি ২০২৩ | যোগ্যতা ও আবেদনের নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 26, 2023মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ | জাতীয় বিশ্ববিদ্যালয়