জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশনের নিয়ম ২০২৩ সম্পর্কে আজকে “এডু হেল্পস বিডি” পাঠকদের মাঝে আলোচনা করবো।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর সকল শিক্ষার্থীরা চায় একটি নির্দিষ্ট বিষয় বা কোর্সে অনার্স, মাস্টার্স কিংবা ড্রিগ্রি করতে।
এক এক শিক্ষার্থীর একেক বিষয়ে পড়াশোনা করার স্বপ্ন থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আগে তাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়।
পরীক্ষায় পাশ করার চিন্তার পাশাপাশি প্রতিটা কোর্সে ভালো ফলাফল করার ইচ্ছা থাকে। সেই সাথে এক বর্ষ থেকে অন্য বর্ষে উত্তীর্ণ হওয়ার প্রবল ইচ্ছা জেগে উঠে।
আজকের এই আলোচনা থেকে শিক্ষার্থীরা জানতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশ মার্ক কত ২০২৩?
এছাড়া অনার্স ফেল করলে কি হয়? অনার্স শেষ করতে কত বছর লাগে? ইত্যাদী বিষয়বস্তু নিয়ে লিখতে চলেছি।
চলুন কথা না বাড়িয়ে এবারে আমাদের লেখা শুরু করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন কোর্সে কত গ্রেড পেতে হবে এবং প্রমোশনের নিয়মগুলো নিচে দেওয়া হলোঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশনের নিয়ম ২০২৩
শিক্ষার্থীরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিবেন বা দিচ্ছেন তারা এই আর্টিকেল থেকে জেনে নিতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলেশন অর্থাৎ অনার্স প্রমোশনের নিয়ম, ডিগ্রি প্রমোশনের নিয়ম কিংবা মাস্টার্স প্রমোশনের নিয়ম সম্পর্কে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯৯২ এর ৪৬ নং ধারার আইন মোতাবেক অনার্স ও ডিগ্রির সংশোধিত রেগুলেশন অনুযায়ী প্রমোশনের নিয়মাবলী নিচে তুলে ধরা হলোঃ
পাশ মার্কস কত?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও ডিগ্রি পরীক্ষার প্রতিটা পরীক্ষায় লিখিত ও ইনকোর্স মিলে ১০০ থেকে সর্বমোট ৪০ মার্কস পেলেই পাশ।
বিস্তারিত পড়ুনঃ ইনকোর্স ও তত্ত্বীয় মিলে ৪০ পেলেই মিলবে পাস
ইনকোর্স ও তত্ত্বীয় মিলে যদি কোন শিক্ষার্থী ৪০ এর কম পায় তাহলে সে ফেল হিসাবে বিবেচিত হবে।
নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশনের নিয়ম গুলো তুলে ধরা হলোঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশনের নিয়ম নিচে দেখুন
Promoted (উন্নীত) হওয়ার শর্তসমূহ
⇒জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলেশন অনুসারে ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হতে হলে কমপক্ষে ৩ টি বিষয়ে পাশ করতে হবে।
সেই সাথে জিপিএ ১.৭৫ অর্জন করতে হবে।
⇒২য় বর্ষ হতে ৩য় বর্ষে প্রমোশনের জন্য পরীক্ষার্থীদের কমপক্ষে ৩ টি বিষয়ে পাশ করতে হবে।
একই সাথে কমপক্ষে জিপিএ ২.০০ অর্জন করতে হবে।
⇒৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমোশন পেতে শিক্ষার্থীদের কমপক্ষে ৪ টা বিষয়ে পাশ করে মিনিমাম ২.২৫ জিপিএ অর্জন করতে হবে।
অন্যথায় সকলেই প্রমোশন পেতে ব্যর্থ হবে।
যে শর্তগুলো বাধ্যতামূলক (Compulsory)
◊ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল বিষয়ের ইনকোর্স, তত্ত্বীয়, মাঠকর্ম, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক।
◊ শিক্ষার্থীদের পরীক্ষায় একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা চলবে না। তবে শুধুমাত্র ১ টি বিষয়ে অনুপস্থিত থাকলেও বাকি অন্যান্য সকল বিষয়ে পাশ করতে হবে।
এর ব্যতিক্রম হলে প্রমোশন পাবে না।
পরীক্ষায় অনুপস্থিত থাকলে কি হবে?
- শিক্ষার্থীরা ১ম বর্ষের সকল বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য় বর্ষে উন্নীত হতে পারবে না।
- ২য় বর্ষে সকল বিষয়ে পাশ না করা পর্যন্ত ৩য় বর্ষে প্রমোশন বন্ধ থাকবে।
- ৩য় বর্ষের সকল বিষয়ে পাশ না করতে পারলে চতুর্থ বর্ষ বা ফাইনাল ইয়ারে প্রমোশন বন্ধ থাকবে।
বিঃদ্র- শুধুমাত্র অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য।
Not Promoted হলে কি হবে?
এতক্ষন আমরা প্রমোশনের শর্তসমূহ নিয়ে আলোচনা করেছি, এবার আসুন জেনে আসি কারা নট প্রমোটেড হবে এবং Not Promoted হলে কি হবে এই সম্পর্কে জানি।
→যদি কোন শিক্ষার্থী একের অধিক বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত থাকে তাহলে সেই শিক্ষার্থীর রেজাল্ট Not Promoted আসবে।
→রেজাল্ট নট প্রমোটেড আসলে কোন শিক্ষার্থী পরবর্তী বর্ষে প্রমোশন পাবে না।
→ফলাফল Not Promoted আসলে এক বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে।
→কোন শিক্ষার্থী যদি একই বর্ষে ২ বার Not- Promoted হয় তাহলে সেই শিক্ষার্থী ড্রপ আউট ( Drop Out) বলে বিবেচিত হবে।
→ F প্রাপ্ত বিষয়ে পূনরায় পরীক্ষা দিয়ে D গ্রেডে উন্নীত করতে হবে, তা না হলে সে অনার্স ডিগ্রি প্রাপ্ত হবে না।
আরও পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের উপবৃত্তি কারা কারা পাবে?
→ যে সকল শিক্ষার্থী প্রমোশন পাবে না তাদের আবার আগের বর্ষে ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।
→Not- Promoted প্রাপ্তদের C ও D গ্রেড প্রাপ্ত বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক না। তবে সে মান উন্নয়ন এর জন্য পরীক্ষা দিতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশনের নিয়ম ডাউনলোড করুন
Drop Out কি?
সহজ ভাষায় বলতে গেলে ড্রপ আউট অর্থ ঝরে পড়া। কোন শিক্ষার্থী স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোর্স থেকে বাদ পড়ে যায় তাহলে সেটা Drop Out হিসাবে বিবেচিত হয়।
এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ বারের মত যদি কেউ Not Promoted হয়ে যায় তাহলে তার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে।
ইম্প্রুভমেন্ট পরীক্ষা (Improvement)
- যদি কোন শিক্ষার্থী ১,২ বা ৩ বিষয়ে ফেল করেও পরবর্তী বর্ষে প্রমোশন পায় সেক্ষেত্রে তাদের ফেল করা বিষয়ে আবার Improvement পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।
- শুধুমাত্র কোন বিষয়ে C, D বা F পেলে ইম্প্রুভ পরীক্ষা দিতে পারবে।
- C, D গ্রেড প্রাপ্ত বিষয়ে যে কোন বর্ষের ক্ষেত্রে Improvement একবার দেওয়া যাবে। তবে অবশ্যই রেজিষ্টেশনের মেয়াদের মধ্যে ইম্প্রুভ পরীক্ষা দিতে হবে।
- ইম্প্রুভ পরীক্ষা দিলে সার্টিফিকেটে কোন ইরেগুলার লেখা থাকবে না। তবে এডমিট কার্ডে Improvement লেখা থাকবে।
- C বা D প্রাপ্ত বিষয়ে ইম্প্রুভমেন্ট দিয়ে গ্রেড উন্নয়ন করতে না পারলে কোর্সের জিপিএ আগেরটাই বহাল থাকবে।
- C, D কিংবা F প্রাপ্ত বিষয়ে Improve Exam দিয়ে যতই নম্বর পান না কেন আপনাকে B+ এর বেশি দেওয়া হবে না।
যারা ইম্প্রুভ পরীক্ষা দিবেন তারা এই বিষয়টি আগে ভালোভাবে বুঝে নিন। উপরে ইম্প্রুভমেন্ট সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করেছি।
সতর্কীকরণ (Red Alert)
কোন শিক্ষার্থী যদি একই শিক্ষাবর্ষে ২ বার Not- Promoted হয় তাহলে তার অনার্স কোর্স বাতিল হয়ে যাবে।
ফলে আর অনার্স করার কোন সুযোগ থাকবে না।
সবসময় পাশ করে ভালো ফলাফল এর মন মানসিকতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যাতে করে কোন বিষয়ে Improve দিতে না হয়।
কোন বিষয়ের ইম্প্রুভমেন্ট পরীক্ষার জন্য অন্য বিষয়ের পরীক্ষা যদি খারাপ করে ফেলেন তাহলে এর দায়ভার আপনার একান্ত নিজের।
ইম্প্রুভমেন্ট পরীক্ষার চিন্তায় আপনি হয়তো মানসিক চাপে থাকতে পারেন।
কেননা ইম্প্রুভ পরীক্ষার পড়া পড়বেন নাকি অন্য বিষয়ের পড়া পড়বেন এ বিষয়ে মানসিক চাপে ভুগবেন।
কোন বিষয়ে যাতে ফেল না আসে এ বিষয়টি সব সময় মাথায় রাখবেন।
অনার্স শেষ করতে কত বছর লাগে?
সাধারণত অনার্স কোর্স চার বছর মেয়াদী হয়। তবে সেশনজট এর দায়সরূপ এই কোর্স শেষ হতে ৫ থেকে ৬ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
ডিগ্রি শেষ করতে কত সময় লাগে?
ডিগ্রি কোর্স ৩ বছর মেয়াদী হয়ে থাকে। সেশনজট ও অন্যান্য কারনে এর মেয়াদ আরো বেড়ে ৪ বছর সময় লাগবে।
মাস্টার্স করতে কত বছর লাগে?
যদি আপনি অনার্স শেষ করে মাস্টার্স কোর্সে ভর্তি হয়ে থাকেন তবে শেষ করতে ১ বছর সময় লাগবে।
আর ডিগ্রি করে মাস্টার্স করলে অর্থাৎ মাস্টার্স প্রিলিমিনারী ২ বছর সময় লাগবে।
সেশনজট বা অন্যান্য কারণবসত কোর্সের মেয়াদ আরেকটু বেশি লাগতে পারে।
শেষ কথা
অনার্স, মাস্টার্স বা ডিগ্রি আপনি যে কোর্সেই পড়াশোনা করেননা কেন আপনাকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশনের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া একান্তই কর্তব্য।
আপনাদের সকলের সুবিধার্থে আমরা এই আর্টিকলের মাধ্যমে খুব সুন্দর ভাবে NU রেগুলেশন নিয়ে আলোকপাত করেছি।
আমাদের এই লেখাটি যদি আপনাদের একটু হলেও উপকার করে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ।