Homeজাতীয় বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ২য় মেধা তালিকার ফলাফল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ২য় মেধা তালিকার ফলাফল

অনার্স প্রথম বর্ষের ভর্তি রেজাল্ট 2024 লিংক (2য় মেধা তালিকা ও অপেক্ষমান) সহ ফলাফল দেখার নিয়ম জানুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023,24 শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ২য় মেধা তালিকার রেজাল্ট বা ফলাফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার 18 এপ্রিল, 2024 তারিখে।

এ দিন বিকেল 4টা থেকে মুঠোফোনের খুদে বার্তায় বা এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানা যাবে। তা ছাড়া অনার্স ১ম বর্ষের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত 9 টার পর থেকে রেজাল্ট পাওয়া যাবে। 

অনার্স প্রথম বর্ষের ভর্তি রেজাল্ট – ২০২৪

আজ 18ই এপ্রিল, 2024 তারিখ (বৃহস্পতিবার) অনার্স ১ম বর্ষের ভর্তি রেজাল্ট 2024 প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান একটি নোটিশ প্রকাশের মাধ্যমে এই রেজাল্ট ঘোষণার খবর জানায়।

তিনি উল্লেখ করেন, গত 22 জানুয়ারি হতে আবেদনকৃত অনার্স ১ম বর্ষের ভর্তির জন্য গত 28 ফেব্রুয়ারী, 2024 তারিখ পর্যন্ত মোট অনলাইনে আবেদন করেছিলেন 3 লাখ 42হাজার 450 জন শিক্ষার্থী।

যাদের এসএসসি ও এইচএসসির ফলাফলের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর উপর ভিত্তি বা মূল্যায়ন করে অনার্স ১ম বর্ষের ভর্তির রেজাল্ট 2024 প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে তাদের জন্য।

অনার্স ভর্তি রেজাল্ট-২০২৪ (দ্বিতীয় মেধা তালিকা ও অপেক্ষমান) 

অনার্স ভর্তি রেজাল্ট-2024 (দ্বিতীয় মেধা তালিকা ও অপেক্ষমান) প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে NU অনার্স ভর্তির ১ম মেধা তালিকায় চান্স পেয়েছে মোট 2 লাখ 72 হাজার 41 জন শিক্ষার্থী।

এছাড়াও অপেক্ষমান তালিকায় রয়েছে প্রায় 30 হাজারের উপরে শিক্ষার্থী। উল্লেখ্য, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী 2022-23 শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 27 মার্চ, 2024 তারিখের মধ্যে পূর্ববর্তী সময়ে শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্তভাবে ভর্তির জন্য ফরম পূরণ করতে হয়।

তা নাহলে দ্বৈত ভর্তীর কারণে শিক্ষার্থীর 2023-2024 শিক্ষাবর্ষে স্টুডেন্টদের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হিসেবে গণ্য হবে।

১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছা থাকলে হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে হবে।

অন্যথায় পরবর্তী সময়ে সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন। এই জন্য শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে বলে জানা গেছে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 21 এপ্রিল 2024 সাল থেকে শুরু হবে।

NU অনার্স ভর্তি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম

এর মধ্যেই আপনারা জেনেছেন 2024 সালের 18 এপ্রিল 4 টায় মোবাইলে এসএমএসের মাধ্যমে ও রাত 9 টা হতে জাবি’ এর ভর্তি বিষয়ক ওয়েবসাইটে NU অনার্স ভর্তি রেজাল্ট পাওয়া সম্পর্কে বিস্তারিত। চলুন জেনে নেওয়া যাক অনার্স ভর্তি রেজাল্ট 2024 দেখার নিয়ম।

অনলাইন ব্যবহারের মাধ্যমে অনার্স প্রথম বছরের ভর্তি রেজাল্ট জানতে প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যেতে হবে , যাওয়ার পর app5.nu.edu.bd যান, এবার আপনার আবেদন রোল নং. ও পিন নম্বর দিন এবং লগইন বাটুনে ক্লিক করতে হবে।

নিচের অংশে আপনার নাম, মেরিট পজিশন ও কলেজ নেম সহ রেজাল্ট পাবেন।

এছাড়াও মুঠোফোনের খুদে বার্তায় এসএমএসের মাধ্যমে অনার্স ভর্তি ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে nu athn roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমাদের অনুসরণ করুন

16,985FansLike
10,000FollowersFollow
5,000FollowersFollow
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

মন্তব্য সমূহ

spot_img

সমস্ত ক্যাটেগরি

শিক্ষা সংবাদ (41)শিক্ষা (39)জাতীয় বিশ্ববিদ্যালয় (37)ফলাফল (24)পরীক্ষা (23)ভর্তি তথ্য (17)ফরম পূরণ (10)ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (10)এইচ.এস.সি (10)ডিগ্রি (9)অনার্স (9)সাত কলেজ (7)বি সি এস (7)মতামত (6)রুটিন (5)টেক নিউজ (4)অনলাইন ইনকাম (4)অনলাইনে আয় (4)সময়সূচি (4)লেখালেখি (4)এস.এস.সি (4)প্রিলিমিনারী টু মাস্টার্স (3)প্রবেশপত্র (3)বিসিএস প্রিপারেশন (3)বিসিএস টিপস (3)শিক্ষক নিবন্ধন (3)সিলেবাস (2)প্রশ্ন সমাধান (2)শিক্ষক নিয়োগ (2)রিলিজ স্লিপ (2)একাদশ ভর্তি (2)চাকরির খবর (2)ইঞ্জিনিয়ারিং ভর্তি (1)সাত কলেজে ভর্তি (1)সাবজেক্ট চয়েজ (1)মাস্টার্স প্রাইভেট (1)ssc results 2024 (1)মেধা তালিকা (1)ডিপ্লোমা কোর্স (1)ঢাকা বিশ্ববিদ্যালয় (1)এনটিআরসিএ (1)কবিতা (1)পাবলিক বিশ্ববিদ্যালয় (1)পলিটেকনিক (1)আসন বিন্যাস (1)প্রাথমিক শিক্ষা (1)ফলাফল পুনঃমূল্যায়ন (1)বই পরিচিতি (1)সাবজেক্ট পরিচিতি (1)লেকচার শীট (1)কেন্দ্র তালিকা (1)মেডিকেল ও ডেন্টাল (0)মডেল টেস্ট (0)জে.এস.সি (0)পি.এস.সি (0)বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (0)বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (0)বেসরকারি বিশ্ববিদ্যালয় (0)ধর্মীয় শিক্ষা (0)সাধারণ জ্ঞান (0)সরকারি চাকরি (0)
error: Content is protected !!