
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট ১৯/০৭/২৩ তারিখ রাত ৮ টায় প্রকাশ করা হবে।
আজ রাত ৮ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/result) তে পরীক্ষার্থীর রেজিষ্টেশন ও কলেজওয়ারী ফলাফল দেখা যাবে।
সারা দেশের ৭০২ টি কেন্দ্রে ১৯১২ টি কলেজের সর্বমোট ২,৩৪,৩৪১ জন নিযমিত, অনিয়মিত ও মানউন্নয়ন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গড় পাশের হার ৮৭.৭৮%।
আরও পড়ুন- ডিগ্রি (পাস) প্রাইভেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) প্রথম বর্ষের ফলাফল
ফলাফল দেখার লিংক
http://www.nu.ac.bd/results
অনলাইনের মাধ্যমে ডিগ্রি ১ম বর্ষের ফলাফল
- অনলাইনের মাধ্যমে ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখার জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েসাইট http://nu.ac.bd/result লিংকে প্রবেশ করতে হবে।
- এরপর রেজাল্ট পেজের বাম পাশের সার্চ অপশন থেকে ডিগ্রি ১ম বর্ষ পছন্দ করতে হবে।
- এবার সার্চ বক্সে রোল /রেজিষ্টেশন নাম্বার এবং পরীক্ষার বছর ২০২১ লিখে সার্চ করতে হবে।
এরপরেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত ডিগ্রি ১ম বর্ষের ফলাফল।
এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার নিয়ম
SMS এর মাধ্যমে ডিগ্রি ১ম বর্ষের ফলাফল দেখতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে NU স্পেস DEG স্পেস আপনার রোল নাম্বার এরপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে।
আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশনের নিয়ম | সকল বর্ষ
উধাহরন
NU <Space> DEG <Space> Roll Number And Send To 16222
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষের রেজাল্টে কোন ভুল ত্রুটি থাকলে ইহা বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
এই ফলাফলে সংশ্লিষ্ট কারো কোন আপত্তি বা দ্বিমত থাকলে ফলাফল প্রকাশের ১ মাসের ভিতরে অনলাইনের মাধ্যমে ফলাফল পুনঃ নিরীক্ষণের আবেদন করতে হবে।
পোষ্টটি লিখেছেন

- শিক্ষা বিষয়ক খবর সবার আগে
- এডু হেল্পস বিডি শিক্ষা বিষয়ক বাংলা কমউনিটি ওয়েবসাইট। এডু হেল্পস বিডি এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর কমিউনিটি তৈরি করা। পাশাপাশি পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সেবা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা ও লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা।
ফলাফলSep 12, 2023ঢাবির সাত কলেজ রেজাল্ট দেখার সহজ নিয়ম
চাকরির খবরSep 4, 2023খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | পদ সংখ্যা ১৩৭৭
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 31, 2023ডিগ্রি ১ম বর্ষ ভর্তি ২০২৩ | যোগ্যতা ও আবেদনের নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 26, 2023মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ | জাতীয় বিশ্ববিদ্যালয়