
জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন বা আবেদনের তারিখ: 12/02/2023 বিকাল 4 PM থেকে 28/02/2023 12 PM।
প্রাইভেট ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইন আবেদন শুরু হবে 12 ফেব্রুয়ারি 4 PM থেকে 28 ফেব্রুয়ারি 12 PM পর্যন্ত। অনলাইনে আবেদন করুন এবং কলেজে বিজ্ঞপ্তি দেখুন, এবং কলেজে ভর্তি হন। এখানে আবেদনের কোন ফলাফল দেওয়া হবে না, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি করা হবে।
ডিগ্রি (পাস) প্রাইভেট কোর্সে ভর্তি ২০২৩ দেখুন
যোগ্যতাঃ
2019 সালের এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.0 প্রাপ্ত প্রার্থীরা 2021 সালে ডিগ্রী (পাস) প্রাইভেট ডিগ্রি (BA/BSS/BBS) কোর্সে নিবন্ধনের জন্য শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে 2021-এর জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে এবং 21 মার্চ 2022 সালের মধ্যে সংশ্লিষ্ট কলেজে 250/- টাকার প্রাথমিক আবেদন ফি এবং 485/- টাকা নিবন্ধন ফি জমা দিতে হবে।
পোষ্টটি লিখেছেন

- শিক্ষা বিষয়ক খবর সবার আগে
- এডু হেল্পস বিডি শিক্ষা বিষয়ক বাংলা কমউনিটি ওয়েবসাইট। এডু হেল্পস বিডি এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর কমিউনিটি তৈরি করা। পাশাপাশি পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সেবা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা ও লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা।
ফলাফলSep 12, 2023ঢাবির সাত কলেজ রেজাল্ট দেখার সহজ নিয়ম
চাকরির খবরSep 4, 2023খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | পদ সংখ্যা ১৩৭৭
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 31, 2023ডিগ্রি ১ম বর্ষ ভর্তি ২০২৩ | যোগ্যতা ও আবেদনের নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 26, 2023মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ | জাতীয় বিশ্ববিদ্যালয়