জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের ডিগ্রি ভর্তি ফলাফল ২০২৩-ডিগ্রী 2য় রিলিজ স্লিপ 2023 সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি। আগামী ১৪ ফেব্রুয়ারী বিকাল 4 টায় ডিগ্রি ভর্তি ফলাফল ২০২৩ এর দ্বিতীয় এবং শেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ করা হবে।
২য় ও শেষ রিলিজ স্লিপ মেধা স্থান নির্ধারণে অনলাইনে ফরম পূরণ করতে হবে ১৪/০২/২০২৩ থেকে ২২/০২/২০২৩ তারিখের মধ্যে। সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দ্বারা জানানো হবে।
শিক্ষাবর্ষ 2021-2022 এর ডিগ্রী 1ম বর্ষের ভর্তি প্রোগ্রামের 2য় এবং শেষ রিলিজ স্লিপে মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি এবং চূড়ান্ত ভর্তি নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত:
ডিগ্রি ভর্তি ফলাফল দেখার পদ্ধতি
ফলাফল জানতে এসএমএস করুন: (nu<space>atdg<space>রোল নম্বর 16222 লিখে পাঠাতে হবে। একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।
ওইদিন রাত ৯ টা থেকে অনলাইনে ডিগ্রী রিলিজ স্লিপের ফলাফল জানা যাবে। কীভাবে পরীক্ষা করবেন তা নিচে তুলে ধরা হলঃ
ডিগ্রি ভর্তি ফলাফল ২০২৩-২য় রিলিজ স্লিপ মেধা তালিকা
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি বিস্তারিত নিচে তুলে ধরা হলঃ
ডিগ্রি ভর্তি ফলাফল ২০২৩ (২য় রিলিজ স্লিপ) দেখবেন যেভাবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের ওয়েবসাইট ( http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Degree%20Pass )এ গিয়ে আপনার আবেদনের ভর্তির রোল নং ও পিন দিয়ে আপনাকে লগইন করতে হবে। লগিন করার পর ফলাফল প্রদর্শিত হবে।
উল্লেখ্য যে, ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোন শিক্ষার্থী স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ঐ শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
এছাড়া ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন করার কোন সুযোগ থাকবে না।
বি: দ্র: সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ২য় রিলিজ স্লিপে মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে বিবরণ
২য় রিলিজ স্লিপে মেধা তালিকার ভর্তি কার্যক্রম সময়সূচি
- ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিস্ট/পিডিএফ কপি সংগ্রহের তারিখ ১৪/০২/২০২৩ থেকে ২২/০২/২০২৩ ইং পর্যন্ত।
এ লক্ষ্যে শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে Degree Pass Login লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে।
- রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫/- (চারশত পঁচাশি) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দেয়ার তারিখ: ১৫/০২/২০২৩ থেকে ২৩/০২/২৩ পর্যন্ত।
চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন
- কলেজ কর্তৃক ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ: ১৫/০২/২৩ থেকে ২৬/০২/২৩ পর্যন্ত।
কলেজ কর্তৃপক্ষকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে।
কোন শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি অথবা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ঐ শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে | বিষয়টি লিখিতভাবে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক ভুল বরাবর জানাতে হবে।
ভর্তির টাকা জমা দেয়ার পদ্ধতি
- কলেজ কর্তৃক ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি [শিক্ষার্থী প্রতি ৪৮৫/- (চারশত পঁচাশি) টাকা হারে] যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: ২৭/০২/২০২৩ থেকে ০৫/০৩/২৩ পর্যন্ত।
এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Admission Payment Info (Degp.) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip 4 202-202२ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) “রেজিস্ট্রেশন ফি’ খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- 0218100000134 উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জম দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
আরও পড়ুনঃ
- ডিগ্রি (পাস) প্রাইভেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
- অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সময়সূচি ২০২৩
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রুটিন 2023
- ডিগ্রী ৩য় বর্ষের ফলাফল দেখার নিয়ম-২০২৩
পত্রকোড এন্ট্রি
জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের ডিগ্রি ভর্তি ফলাফল ২০২৩
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে চূড়ান্তভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্সভিত্তিক পত্রকোড এন্ট্রি দেয়ার তারিখ ০৬/০৩/২৩ থেকে ০৪/০৪/২৩ পর্যন্ত।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে Login এর মাধ্যমে Paper Code Entry অপশন থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ২০२১ – 202२ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) নিয়মিত কোর্সের জন্য প্রযোজ্য কোর্সভিত্তিক সিলেবাস অনুসরণ করে সঠিক পত্রকোড এন্ট্রি দিতে হবে।
উল্লেখ্য যে, কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কোন শিক্ষার্থীর পরকোড এন্ট্রি দেয়া না হলে অথবা ভুল পত্রকোড এন্ট্রি দেয়া হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।