Homeভর্তি তথ্যইঞ্জিনিয়ারিং ভর্তিডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি [Diploma in Engineering]

যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে চান তাদের জন্য কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

২০২৪ – ২৫ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ৪ বছর মেয়াদি ফরেস্ট্রি ও লাইভস্টক, মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফিসারিজ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে।

প্রথম পর্যায়ে অনলাইনে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৬ মে থেকে। এবং অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হবে ২৫ জুন রাত ৯টায়।

দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে ৯ জুলাই ২০২৪ তারিখ থেকে ১১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত। এবং পছন্দক্রম অনুযায়ী ফলাফল প্রকাশ করা হবে ১৫ জুলাই ২০২৪ তারিখে।

মোবাইলে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তির ফলাফল জানা যাবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি 2024

অনলাইনে আবেদন করতে হলে ফরম পূরণের কমপক্ষে এক ঘন্টা পূর্বে নির্ধারিত ফি জমা দিতে হবে।

১ম পর্যায়ে নির্ধারিত শিক্ষার্থীদের ১ জুলাই ২০২৪ তারিখ থেকে ৫ জুলাই ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ে নিশ্চায়ন করতে ব্যর্থ হলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে। তবে এ সকল শিক্ষার্থীরা ইচ্ছা করলে বোর্ড নির্ধারিত তারিখে পুনরায় ফি সহ আবেদন করতে পারবেন।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি দ্বিতীয় পর্যায়ে শুরু হবে ৯ জুলাই ২০২৪ তারিখ থেকে ১১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত।

তৃতীয় পর্যায়ে শুরু হবে ২২ জুলাই ২০২৪ তারিখ এবং শেষ হবে ২৫ জুলাই ২০২৪ তারিখ রাত ৯ টায়। তৃতীয় পর্যায়ে আবেদনে ব্যর্থ হলে শিক্ষার্থীদের পুনরায় আবেদন করার কোন সুযোগ নেই।

কারিগরি শিক্ষা বোর্ড: http://www.btebadmission.gov.bd/

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইনে আবেদনের সময়সীমা

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে অনলাইনে আবেদনের সময়সীমা হলো:

  • ১ম পর্যায়ের আবেদন: ২৬-০৫-২০২৪ তারিখ হতে ২৫-০৬-২০২৪ তারিখ পর্যন্ত।
  • ২য় পর্যায়ের আবেদন: ০৯-০৭-২০২৪ তারিখ হতে ১১-০৭ ২০২৪ তারিখ পর্যন্ত।
  • ৩য় পর্যায়ের আবেদন: ২২-০৭-২০২৪ তারিখ হতে ২৫-০৭-২০২৪ তারিখ পর্যন্ত।

কোন শিক্ষার্থী যদি তৃতীয় পর্যায়ে ও আবেদন করতে ব্যর্থ হন তাহলে পরবর্তীতে আবেদনের জন্য শিক্ষার্থী কোনো সুযোগ পাবে না।

Polytechnic-Admission-Process-Apply-Online

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি

Admission Apply Link: http://btebadmission.gov.bd/website/

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি নিশ্চায়নের তারিখ

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য প্রদান করার জন্য পরামর্শ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

তবে এখানে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের অবশ্যই বিজ্ঞান বিভাগের ছাত্র অথবা ছাত্রী হতে হবে। এসএসসি বা এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকা একান্ত অবশ্যক।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা এবং টিউশন ফি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য সরকারি ওয়েবসাইট অনুসরণ করতে হবে।

নিচে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইনে ভর্তি নিশ্চায়নের তারিখ উল্লেখ করা হলো:

  • ১ম পর্যায়ে নির্ধারিত শিক্ষার্থীদের ১ জুলাই ২০২৪ তারিখ থেকে ৫ জুলাই ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।
  • ২য় পর্যায়ে নির্ধারিত শিক্ষার্থীদের ১৫ জুলাই ২০২৪ তারিখ হতে ১৮ জুলাই ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।
  • ৩য় পর্যায়ে নির্ধারিত শিক্ষার্থীদের ২৯ জুলাই ২০২৪ তারিখ হতে ৩১ জুলাই ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।
  • চতুর্থ পর্যায়ে নির্ধারিত শিক্ষার্থীদের ১ আগস্ট ২০২৪ তারিখ থেকে ৩ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।
  • সর্বশেষ ৫ম পর্যায়ে নির্ধারিত শিক্ষার্থীদের ৪ আগস্ট ২০২৪ তারিখ থেকে ৬ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

Best-Diploma-Courses-for-a-Good-Career

ফলাফল প্রকাশের তারিখ (এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে)

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফলাফল প্রকাশ করা হবে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে।

ডিপ্লোমা পলিটেকনিক ভর্তি রেজাল্ট

  • প্রথম পর্যায়ে যারা আবেদন করবেন তাদের ফলাফল প্রকাশিত হবে ১ জুলাই ২০২৪ তারিখে।
  • দ্বিতীয় পর্যায়ের আবেদন এবং অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ করা হবে ১৫ জুলাই ২০২৪ তারিখে।
  • ৩য় পর্যায়ের আবেদন এবং অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ করা হবে ২৯ জুলাই ২০২৪ তারিখে।
  • অপেক্ষমান তালিকা হতে চতুর্থ পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে ১ আগস্ট ২০২৪ তারিখে।
  • অপেক্ষমান তালিকা হতে পঞ্চম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে ৪ আগস্ট ২০২৪ তারিখে।

ফলাফল Link:  https://eduhelpsbd.com/news/diploma-polytechnic-admission-result

নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন বিষয়ক তথ্য

নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন ডিফল্টভাবে খোলা থাকবে। শিক্ষার্থীরা তাদের পছন্দের ওপর ভিত্তি করে (যদি আসন ফাঁকা থাকে) ক্রমিক নাম্বারে যাওয়ার সুযোগ পাবে।

এক্ষেত্রে যতবার অপেক্ষমান তালিকা থেকে ফলাফল প্রকাশ করা হবে, তার পূর্বে ঠিক ততবারই অটো মাইগ্রেশন এর ফলাফল প্রকাশ করা হবে।

অটো মাইগ্রেশন খোলা থাকলে সর্বশেষে যে প্রতিষ্ঠানের নাম আসবে সেখানেই অধ্যয়ন করতে হবে। তবে শিক্ষার্থী চাইলে যেকোনো সময় এই মাইগ্রেশন বন্ধ করতে পারবে।

কিন্তু মনে রাখতে হবে, একবার অটো মাইগ্রেশন বন্ধ করলে পরবর্তীতে আর মাইগ্রেশন খোলার কোনো সুযোগ থাকবে না।

প্রতিষ্ঠানে ভর্তির সময়সূচী

১ম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যায়ের নিশ্চায়নকৃত শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠান থেকে এসএসসি সম্পন্ন করেছেন সেই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষার নাম্বার সিট, সদ্য তোলা ৩ কপি ছবি,

এবং প্রশংসাপত্র এর ফটোকপি নিয়ে ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে ২০ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে নিজে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

ভর্তি হওয়ার সময় শিক্ষার্থী অবশ্যই পর্যবেক্ষণ করে নিবে সে কনফার্ম লিস্টে রয়েছে কিনা। নির্ধারিত সময়ের মধ্যে যদি শিক্ষার্থী ভর্তি না হন তাহলে শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে এবং অটোমেটিক্যালি তার নিশ্চায়ন বন্ধ হয়ে যাবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সসমূহ

বাংলাদেশে বেশ কয়েকটি বিষয়ের উপর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা যায়। তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোর্সগুলো হল:

  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং,
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং,
  • কৃষি ইঞ্জিনিয়ারিং,
  • রাসায়নিক ইঞ্জিনিয়ারিং,
  • সিভিল ইঞ্জিনিয়ারিং,
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।

লেখকের শেষ কথা

২০২৪ – ২৫ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে।

যারা এই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাদের খুব দ্রুত প্রথম পর্যায়ে আবেদন সম্পন্ন করতে হবে।

চার বছর মেয়াদী এই শিক্ষা কার্যক্রমে সফলভাবে সকল কোর্স সম্পূর্ণ করলেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর খেতাব পাওয়া যাবে।

এডু হেল্পস বিডি
এডু হেল্পস বিডিhttps://eduhelpsbd.com
এডু হেল্পস বিডি শিক্ষা বিষয়ক বাংলা কমউনিটি ওয়েবসাইট। এডু হেল্পস বিডি এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর কমিউনিটি তৈরি করা। পাশাপাশি পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সেবা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা ও লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমাদের অনুসরণ করুন

16,985FansLike
10,000FollowersFollow
5,000FollowersFollow
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

মন্তব্য সমূহ

spot_img

সমস্ত ক্যাটেগরি

শিক্ষা সংবাদ (41)শিক্ষা (39)জাতীয় বিশ্ববিদ্যালয় (37)ফলাফল (24)পরীক্ষা (23)ভর্তি তথ্য (17)ফরম পূরণ (10)ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (10)এইচ.এস.সি (10)ডিগ্রি (9)অনার্স (9)সাত কলেজ (7)বি সি এস (7)মতামত (6)রুটিন (5)টেক নিউজ (4)অনলাইন ইনকাম (4)অনলাইনে আয় (4)সময়সূচি (4)লেখালেখি (4)এস.এস.সি (4)প্রিলিমিনারী টু মাস্টার্স (3)প্রবেশপত্র (3)বিসিএস প্রিপারেশন (3)বিসিএস টিপস (3)শিক্ষক নিবন্ধন (3)সিলেবাস (2)প্রশ্ন সমাধান (2)শিক্ষক নিয়োগ (2)রিলিজ স্লিপ (2)একাদশ ভর্তি (2)চাকরির খবর (2)ইঞ্জিনিয়ারিং ভর্তি (1)সাত কলেজে ভর্তি (1)সাবজেক্ট চয়েজ (1)মাস্টার্স প্রাইভেট (1)ssc results 2024 (1)মেধা তালিকা (1)ডিপ্লোমা কোর্স (1)ঢাকা বিশ্ববিদ্যালয় (1)এনটিআরসিএ (1)কবিতা (1)পাবলিক বিশ্ববিদ্যালয় (1)পলিটেকনিক (1)আসন বিন্যাস (1)প্রাথমিক শিক্ষা (1)ফলাফল পুনঃমূল্যায়ন (1)বই পরিচিতি (1)সাবজেক্ট পরিচিতি (1)লেকচার শীট (1)কেন্দ্র তালিকা (1)মেডিকেল ও ডেন্টাল (0)মডেল টেস্ট (0)জে.এস.সি (0)পি.এস.সি (0)বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (0)বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (0)বেসরকারি বিশ্ববিদ্যালয় (0)ধর্মীয় শিক্ষা (0)সাধারণ জ্ঞান (0)সরকারি চাকরি (0)
error: Content is protected !!