Homeজাতীয় বিশ্ববিদ্যালয়প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৩ | এনইউ অনার্স ভর্তি

প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৩ | এনইউ অনার্স ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৩ সংক্রান্ত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

প্রিয়, ভর্তিচ্ছুক বন্ধুগন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের  অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপের ফলাফল সম্পর্কে আজকে আলোচনা করবো।

আপনারা অবগত আছেন যে, অনার্স ভর্তির মেধাতালিকার ফলাফল শেষে যারা চান্স পাইনি, কিংবা চান্স পেয়েও ভর্তি হয়নি কিংবা ভর্তি বাতিল করেছে তাদের জন্যই মূলত এই রিলিজ স্লিপ।

১ম রিলিজ স্লিপ আবেদন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন শুধু ফলাফলের পালা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুসারে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপের রেজাল্ট আগামী ২৭ জুলাই প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে।

NU Release Slip Result 2023,  অনার্সে ভর্তির ১ম রিলিজ স্লিপের রেজাল্ট নিয়ে বিস্তারিত নিচে তুলে ধরছি।

অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপের ফলাফল ২৭ শে জুলাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সহ এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবেন।

প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশের পর পূর্বে ভর্তি হয়ে আছেন এমন কেউ থাকলে তাদের ১ আগষ্ট তারিখের মধ্যে পূর্বের ভর্তি বাতিল করতে হবে।

একই বা দুইটি ভিন্ন বিষয়ে দৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল হিসাবে বিবেচিত হবে।

প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় চান্সপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।

নিচে রিলিজ স্লিপের রেজাল্ট সম্পৃক্ত অফিশিয়াল নোটিশ দেওয়া হলোঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২৩

আরো পড়ুন-

এবার আসুন আলোচনা করা যাক কিভাবে ১ম রিলিজ স্লিপের ফলাফল ২০২৩ দেখতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা মোবাইলে মেসেজ এর মাধ্যমে এবং অনলাইনে সহজেই ফলাফল দেখতে পারবে।

নিচে অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট দেখার নিয়মগুলো আলোচনা করা হলোঃ

অনলাইনের মাধ্যমে রিলিজ স্লিপের ফলাফল দেখার পদ্ধতি

রিলিজ স্লিপের ফলাফল দেখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admission থেকে Applicant Login এ যেতে হবে।

অনলাইনে প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট দেখুন এখানে

উপরে দেওয়া Applicant Login অপশনে প্রবেশ করার পর Honours Login লিংকে গিয়ে প্রার্থীর রোল ও পিন নাম্বার দিয়ে এন্ট্রি দিলেই রিলিজ স্লিপের ফলাফল দেখতে পারবেন।

অনলাইন ছাড়াও প্রার্থীরা চাইলে SMS এর মাধ্যমেও রিলিজস্লিপের ফলাফল পাবেন। এসএমএস সিস্টেমে রেজাল্ট দেখবেন কিভাবে?

প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট এসএমএসের মাধ্যমে দেখার পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপের মেধাতালিকা মোবাইলে এসএমএসের মাধ্যমে দেখতে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন nu এরপর স্পেস দিয়ে লিখুন athn তারপর ভর্তির রোল নাম্বার লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বরে।

এভাবেই অনেক সহজে পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপের ফলাফল।

উধাহরনঃ nu<space>athn<space>roll no লিখে Send করুন 16222 নাম্বরে।

১ম রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সময়সীমা

 • রিলিজ স্লিপের মাধ্যমে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে চূড়ান্ত ভর্তি ফরম পূরন ২৭-০৭-২০২৩ থেকে ০৬-০৮-২০২৩ ইং তারিখ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে Applicant Login অপশন থেকে Honours Login এ প্রবেশ করে রোল ও পিন এন্ট্রি দিয়ে ভর্তি ফরম পূরন করতে হবে।

১ম রিলিজ স্লিপের ভর্তি ফরম পূরণ করতে এই লিংকে ক্লিক করুন।

 • প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন থেকে চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিষ্ট্রেশন ফি সহ সংশ্লিষ্ট কলেজে জমা করার সময়সীমা ৩০-০৭-২০২৩ থেকে ০৭-০৮-২০২৩ ইং তারিখ পর্যন্ত।
 • রিলিজ স্লিপের মাধ্যমে স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন ৩০-০৭-২০২৩ থেকে ০৮-০৮-২০২৩ ইং তারিখ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি তথ্য

প্রথম রিলিজ স্লিপে চান্স না হলে করণীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তিতে ১ম রিলিজ স্লিপে যারা চান্স পাবেন না তাদের ঘাবড়ানোর কোন কারণ নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির সিস্টেম অনুযায়ী রিলিজ স্লিপ দুইবার দেওয়া হয়। সুতরাং ১ম রিলিজ স্লিপের রেজাল্টের পর পূনরায় ২য় রিলিজ স্লিপের আবেদন শুরু হবে।

খুব শিঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

অনার্স ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

তাই আশা না হারিয়ে পূনরায় আপনারা ২য় রিলিজ স্লিপের মাধ্যমে অনার্স ভর্তির জন্য ৫ টি কলেজে আবেদন করতে পারবেন।

রিলিজ স্লিপে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবে

 • জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রিন্টকৃত ভর্তি ফরম।
 • সদ্য তোলা ৩ থেকে ৪ কপি রঙিন ছবি।
 • ভর্তি পরীক্ষার আবেদন ফরমের কপি।
 • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সনদপত্র।
 • SSC ও HSC পরীক্ষার প্রশংসাপত্র।
 • এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশীট বা নম্বরপত্র।
 • ভর্তির জন্য ধায্য করা ভর্তি ফি।

বিঃদ্র– কলেজভেদে এগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। সরকারি কলেজ থেকে  Non Govt কলেজে ভর্তি ফি একটু বেশি হতে পারে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির গুরুত্বপূর্ণ লিংক সমূহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫টি সেরা কলেজ

 • রাজশাহী কলেজ, রাজশাহী।
 • সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল।
 • সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
 • সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।
 • কারমাইকেল কলেজ, রংপুর।
এডু হেল্পস বিডি
এডু হেল্পস বিডিhttps://eduhelpsbd.com
এডু হেল্পস বিডি শিক্ষা বিষয়ক বাংলা কমউনিটি ওয়েবসাইট। এডু হেল্পস বিডি এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর কমিউনিটি তৈরি করা। পাশাপাশি পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সেবা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা ও লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমাদের অনুসরণ করুন

16,985FansLike
10,000FollowersFollow
5,000FollowersFollow
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

মন্তব্য সমূহ

spot_img

সমস্ত ক্যাটেগরি

শিক্ষা সংবাদ (40)শিক্ষা (37)জাতীয় বিশ্ববিদ্যালয় (34)ফলাফল (24)পরীক্ষা (22)ভর্তি তথ্য (15)ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (10)এইচ.এস.সি (10)ফরম পূরণ (9)অনার্স (9)ডিগ্রি (8)বি সি এস (7)মতামত (6)সাত কলেজ (6)রুটিন (5)লেখালেখি (4)সময়সূচি (4)অনলাইনে আয় (4)অনলাইন ইনকাম (4)টেক নিউজ (4)এস.এস.সি (4)বিসিএস টিপস (3)প্রিলিমিনারী টু মাস্টার্স (3)শিক্ষক নিবন্ধন (3)বিসিএস প্রিপারেশন (3)প্রবেশপত্র (3)চাকরির খবর (2)শিক্ষক নিয়োগ (2)একাদশ ভর্তি (2)প্রশ্ন সমাধান (2)সিলেবাস (2)রিলিজ স্লিপ (1)কবিতা (1)ssc results 2024 (1)মেধা তালিকা (1)মাস্টার্স প্রাইভেট (1)এনটিআরসিএ (1)পাবলিক বিশ্ববিদ্যালয় (1)ঢাকা বিশ্ববিদ্যালয় (1)আসন বিন্যাস (1)প্রাথমিক শিক্ষা (1)ফলাফল পুনঃমূল্যায়ন (1)বই পরিচিতি (1)কেন্দ্র তালিকা (1)সাবজেক্ট পরিচিতি (1)লেকচার শীট (1)বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (0)বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (0)সরকারি চাকরি (0)বেসরকারি বিশ্ববিদ্যালয় (0)পলিটেকনিক (0)মেডিকেল ও ডেন্টাল (0)সাধারণ জ্ঞান (0)ধর্মীয় শিক্ষা (0)পি.এস.সি (0)মডেল টেস্ট (0)জে.এস.সি (0)
error: Content is protected !!