
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৮ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ইসলামিক স্টাডিজ বিষয়ের (১৩১৮০১) প্রশ্নপত্রে সময় চারঘণ্টা পরীক্ষা দু ঘণ্টায় ৷ এর জন্য পরীক্ষার হলেই বিড়াম্বনার স্বীকার হয় অসংখ্য শিক্ষার্থী৷
গত মাসের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ২০১৮ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা। ঢাবির সিন্ডিকেট সভার সিন্ধান্ত অনুযায়ী চার ঘন্টার পরীক্ষা নেয়া হচ্ছে দু’ঘণ্টায়। তাছাড়া প্রশ্ন কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুনঃ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, সাত কলেজের ৫ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার
কিন্তু গত ২৩ মার্চ অনুষ্ঠিত ইসলামিক স্টাডিজ বিষয়ের (১৩১৮০১) পত্রকোডের প্রশ্নপত্রে সময় উল্লেখ ছিল চারঘণ্টা। মিল ছিল না দু’ঘণ্টার পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামোর সাথে তাই পরীক্ষা কেন্দ্রে বিপাকে পড়েন অসংখ্য শিক্ষার্থী। সময় চারঘণ্টা পরীক্ষা দু ঘণ্টায়।
দু’ঘণ্টার পরীক্ষার প্রশ্ন কাঠামোতে শিক্ষার্থীদের ক বিভাগ থেকে ৫ টি, খ বিভাগ থেকে ২ টি ও গ বিভাগ থেকে ৩ টি প্রশ্নের উত্তর দিতে হয়। তবে ২৩ মার্চ অনুষ্ঠিত ইসলামিক স্টাডিজ বিষয়ের (১৩১৮০১) পত্রকোডের পরীক্ষায় মানবন্টন ও প্রশ্ন কাঠামো ছিলো সম্পূর্ণ রুপে আলাদা।
প্রশ্নপত্রে সময় চারঘণ্টা উল্লেখ করা থাকলেও দু’ঘণ্টায় নেয়া হয় পরীক্ষা। শিক্ষার্থীদের ক বিভাগ থেকে ১০, খ বিভাগ থেকে ৫ টি, গ বিভাগ থেকে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হয় এই দু’ঘন্টা সময়ের মধ্যেই।
বিস্তারিত আরও পড়ুনঃ ডেইলি বাংলাদেশ
পোষ্টটি লিখেছেন

- শিক্ষা বিষয়ক খবর সবার আগে
- এডু হেল্পস বিডি শিক্ষা বিষয়ক বাংলা কমউনিটি ওয়েবসাইট। এডু হেল্পস বিডি এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর কমিউনিটি তৈরি করা। পাশাপাশি পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সেবা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা ও লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা।
ফলাফলSep 12, 2023ঢাবির সাত কলেজ রেজাল্ট দেখার সহজ নিয়ম
চাকরির খবরSep 4, 2023খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | পদ সংখ্যা ১৩৭৭
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 31, 2023ডিগ্রি ১ম বর্ষ ভর্তি ২০২৩ | যোগ্যতা ও আবেদনের নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 26, 2023মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ | জাতীয় বিশ্ববিদ্যালয়