Home বি সি এস বিসিএস প্রিলি পাস করার একদম সহজ পদ্ধতি

বিসিএস প্রিলি পাস করার একদম সহজ পদ্ধতি

বিসিএস প্রিলি পাস করার একদম সহজ পদ্ধতি

বিসিএস প্রিলি পাস করার একদম সহজ পদ্ধতি সম্পর্কে অবগত হতে এই আর্টিকেল আপনাকে সহায়তা করবে। BCS Tips 2023. বিসিএসে প্রিলি পাস করা সবচেয়ে কঠিন, অনেকেই এই ধাপ পার হতে পারেন না বা ভয় পান। 

নিচে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিকস উল্লেখ করছি যা না পড়লেই নয়। আশা করছি নিম্নোক্ত টপিকগুলো থেকেই ১২০ থেকে ১৩০ নম্বর কমন পাবেন বাকি ১০ বা ২০ নম্বর আপনার অভিজ্ঞতা থেকে পারবেন বা কমন পাবেন।

এই পোস্টে আপনার জন্য যা যা থাকছেঃ

৪৫ তম বিসিএস প্রিলি পাস করার একদম সহজ পদ্ধতি

৪১ তম বা ৪৩ তম বিসিএস এর মত হলে কখনোই ১১০ অতিক্রম করবে না। ৪৪ তম এর মতো হলেও ১২০ অতিক্রম করার কথা নয়,এইবার ১২০+ লেগেছে কারণ অনেকেই আলাপ করে দেখাদেখি করে, একাসাথে সিট পড়ায় হয়েছে সবাই তা জানেন ও সমালোচনা হয়েছে যার ফলে ৪৫ তম বিসিএস থেকে পরিবর্তন আসছে।

আরও দেখুনঃ 

টার্গেট মার্কস ও টপিকস

বাংলা ভাষা ১০ নম্বর (১৫ নম্বরে)

বানান শুদ্ধকরণ, পরিভাষা, সমার্থক শব্দ, ধ্বনি, শব্দ, বাক্য, প্রত্যয়, সমাস, সন্ধি।

বাংলা সাহিত্য ১০ নম্বর (২০ নম্বরে)

প্রাচীন যুগ– চর্যাপদ (১ নম্বর)
মধ্যযুগ- শ্রীকৃষ্ণকীর্তন (১ নম্বর), পদাবলী (১ নম্বর), লোকসাহিত্য (১ নম্বর), অারাকান রাজসভায় বাংলা সাহিত্য (১ নম্বর)
আধুনিক যুগ-২০ টা টপিক পড়বেন। ৫ টা সিউর আসবে, বেশিও আসতে পারে।
১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২. রবীন্দ্রনাথ ঠাকুর
৩. কাজী নজরুল ইসলাম
৪. জসীম উদদ্দীন
৫. শামসুর রহমান
৬. বেগম রোকেয়া
৭. প্রমথ চৌধুরী
৮. মাইকেল মধুসূদন দত্ত
৯. দীনবন্ধু মিত্র
১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১১. মীর মোশাররফ হোসেন
১২. জীবনানন্দ দাশ
১৩. হাসান হাফিজুর রহমান
১৪. সেলিম অাল দীন
১৫. শওকত ওসমান
১৬. হুমায়ুন অাহমেদ
১৭. নির্মলেন্দু গুণ
১৮. সেলিনা হোসেন
১৯. পত্রিকা কোনটা কার সম্পাদনা
২০. মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ

ইংরেজি ভাষা 15 marks (within 20 marks)

1. Parts of speech (06)

  • Noun
  • Number
  • Participle
  • Adverb
  • Preposition
বিসিএস প্রিলি পাস করার একদম সহজ পদ্ধতি সম্পর্কে অবগত হতে এই আর্টিকেল আপনাকে সহায়তা করবে। BCS Tips 2023.
বিসিএস প্রিলি পাস করার একদম সহজ পদ্ধতি

2. Phrase & Idioms (03)
3. Clause (01)
4. Correction (01)
5. Voice, Narration (01)
6. Spelling (01)
7. Condition (01)
8. Agreement (01)
9. Tense (01)

ইংরেজি সাহিত্য 08 marks (Within 15 marks)

1. Literary terms
2. Period of English Literature
3. William Shakespeare
4. Romantic Age (02 marks)
5. G.B Shaw
6. W.B Yeats
7. Thomas Gray
8. Victorian period
9. লেখকদের বিখ্যাত উক্তি

বাংলাদেশ বিষয়াবলী ২০ নম্বর (৩০ নম্বরে)

১. মুঘল অামলে বাংলাদেশ (০১)
২.ইস্ট ইন্ডিয়া কোম্পানীর আমলে সংস্কার, উন্নয়ন ও  আন্দোলন (০১)
৩. ভাষা আন্দোলন (০১)
৪. ছয় দফা (০১)
৫. ১৯৭১ সালের মার্চ-ডিসেম্বর (০৩)
৬. কৃষি (০৩)
৭. সংবিধান (০৩)
৮. জাতীয় বিষয়াবলি ও অর্জন (০১)
৯. সংস্কৃতি ও খেলাধূলা (০১)
১০. জনসংখ্যা ও নৃতাত্ত্বিক গোষ্ঠী (০৩)
১১. অর্থনীতি (০৩)

45th BCS: বিসিএস প্রিলি পাস করার একদম সহজ পদ্ধতি। BCS Preparation 2023, BPSC

আন্তর্জাতিক বিষয়াবলী ১২ নম্বর (২০ নম্বরে)

  • বিশ্ব সভ্যতা, আলোচিত দেশ (৩ নম্বর)
  • ১ম ও ২য় বিশ্বযুদ্ধ, চুক্তি ও সনদ (৩ নম্বর)
  • সাম্প্রতিক তথ্য (৩ নম্বর)
  • আন্তর্জাতিক সংগঠন ও অর্থনৈতিক প্রতিষ্ঠান (৩ নম্বর)

ভূগোল ৮ নম্বর (১০ নম্বরে)

  • বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগলিক অবস্থান (২ নম্বর)
  • বাংলাদেশের পরিবেশ (২ নম্বর)
  • বিশ্ব জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ (২ নম্বর)
  •  প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (২ নম্বর)

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ৬ নম্বর (১০ নম্বরে)

  • দক্ষ প্রশাসকের ভূমিকা, গুণাবলী (১ নম্বর)
  •  মূল্যবোধ ও সুশাসনের ব্যাসিক অালোচনা (৩ নম্বর)
  • বিখ্যাত উক্তি ও গ্রন্থ (১ নম্বর)
  • বাংলাদেশের সংবিধান (২ নম্বর)

গাণিতিক যুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)

  • পাটিগণিত ৩ নম্বর- ল.সা.গু ও গ.সা.গু, শতকরা, লাভক্ষতি, মুনাফা,অনুপাত।
  • বীজগণিত ৫ নম্বর- সকল সূত্র, লগারিদম, ধারা, সেট, বিন্যাস-সমাবেশ, সম্ভাব্যতা।
  • জ্যামিতি ২ নম্বর- চতুর্ভূজ ও বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যা।

মানসিক দক্ষতা ১০ নম্বর (১৫ নম্বরে)

  •  সিরিজ সংক্রান্ত সমস্যা
  • চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো
  •  পঞ্জিকা বিষয়ক
  • শুদ্ধ বানান (বাংলা ও ইংরেজি)
  •  সমার্থক ও বিপরীত শব্দ
  • Analogy
  • আয়নায় শব্দের প্রতিফলন
  • দিক নির্ণয়

সাধারণ বিজ্ঞান ৮ নম্বর (১৫ নম্বরে)

  • ভৌত বিজ্ঞান- শক্তির উৎস ও ব্যবহার, তাপবিদ্যা, অালোকবিজ্ঞান, স্থির ও চল তড়িৎ।
  • জীববিজ্ঞান- টিস্যু, অণুজীববিজ্ঞান (ভাইরাস ও ব্যাকটেরিয়া), খাদ্য ও পুষ্টি, রক্ত, রক্তচাপ, সঞ্চালন, জিনতত্ত্ব।
  • আধুনিক পদার্থবিজ্ঞান- গ্রীন হাউজ গ্যাস, সাধারণ রোগ ও প্রতিকার, বায়ুমন্ডলম, পৃথিবী সৃষ্টি।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)

  • ইনপুট ও অউটপুট ডিভাইস
  • কম্পিউটারের বাস, স্মৃতি ও মেমরী
  • সংখ্যাপদ্ধতি, লজিক গেইট
  • ই কমার্স, সামাজিক যোগযোগ ( Social Network)
  • স্মার্টফোন
  • ইমেইল, ব্লুটুথ, ইনফ্রারেড, ওয়াইফাই, ওয়াইম্যাক্স
  • ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন
  • প্রটোকল

ক্রেডিটঃ
৪১ তম বিসিএস চূড়ান্ত ফলাফল প্রত্যাশী
৪৩ তম বিসিএস লিখিত ফলাফল প্রত্যাশী

পোষ্টটি লিখেছেন

এডু হেল্পস বিডি
এডু হেল্পস বিডিশিক্ষা বিষয়ক খবর সবার আগে
এডু হেল্পস বিডি শিক্ষা বিষয়ক বাংলা কমউনিটি ওয়েবসাইট। এডু হেল্পস বিডি এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর কমিউনিটি তৈরি করা। পাশাপাশি পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সেবা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা ও লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!