
এনইউ এর মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রুটিন 2023। এনইউ এর ২০১৮ সালের অনিয়মিত ও মানোন্নয়ন (পুরাতন সিলেবাস) এমএ, এমএসএস, এমবিএস ও এমএসসি মাস্টার্স ফাইনাল পরীক্ষার রুটিন ২০১৯ শেষ পর্ব পরীক্ষার সময়সূচী ২০২৩ ইং।
সংশ্লিষ্ট সকলকে এতদ্বারা জানানো যাচ্ছে যে 2017-2018, 2018-2019 সেশনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত ও মানককরণ (পুরাতন সিলেবাস) এমএ, এমএসএস, এমবিএস এবং এমএসসি চূড়ান্ত পর্বের পরীক্ষা নিম্নলিখিত সময়ে অনুষ্ঠিত হবে।
আরও দেখুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা শুরু এপ্রিলে
জাতীয় বিশ্ববিদ্যালয় www.nu.ac.bd কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার তারিখ ও সময়সূচী পরিবর্তন করতে পারে। সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/www.nubd.info) পাওয়া যাবে।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রুটিন ২০২৩ দেখুন
মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার সংশোধিত রুটিনের তারিখ: 06/02/2023
পরীক্ষার কোড: 302
পরীক্ষার শুরুর সময়: এটি শুরু হবে 12:30 PM এ।
পরীক্ষার সময়কাল: প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল
পরীক্ষা শুরুর তারিখ: মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হবে 12-ফেব্রুয়ারি 2023।
পরীক্ষা শেষ হবে: পরীক্ষা 04 এপ্রিল 2023-এ শেষ হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষার রুটিন পিডিএফ
মাস্টার্স ফাইনাল পরীক্ষার রুটিন ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে
https://www.nu.ac.bd/uploads/notices/notice_669_pub_date_06022023.pdf
মাস্টার্স ফাইনাল পরীক্ষা নির্দেশনা
1. প্রার্থীরা তাদের নিজ নিজ কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না এক কলেজের প্রার্থীরা অন্য কলেজ/কলেজে পরীক্ষা দিতে পারে কেন্দ্র ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলকে আগেই জানানোর জন্য অধ্যক্ষদের অনুরোধ করা হয়েছে।
আরও দেখুনঃ ডিগ্রী ৩য় বর্ষের ফলাফল দেখার নিয়ম-২০২৩
2. সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করবেন এবং সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে বিতরণ করবেন।
3. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।
4. মাস্টার্স পরীক্ষার সাজেশন 2018, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রার্থীদের দায়িত্ব।
5. কম্পিউটার ইউনিট দ্বারা জারি করা প্রার্থীদের রোল স্টেটমেন্টের একটি অনুলিপি এবং কেন্দ্র ফি প্রদানের অর্থ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
পোষ্টটি লিখেছেন

- শিক্ষা বিষয়ক খবর সবার আগে
- এডু হেল্পস বিডি শিক্ষা বিষয়ক বাংলা কমউনিটি ওয়েবসাইট। এডু হেল্পস বিডি এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর কমিউনিটি তৈরি করা। পাশাপাশি পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সেবা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা ও লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা।
ফলাফলSep 12, 2023ঢাবির সাত কলেজ রেজাল্ট দেখার সহজ নিয়ম
চাকরির খবরSep 4, 2023খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | পদ সংখ্যা ১৩৭৭
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 31, 2023ডিগ্রি ১ম বর্ষ ভর্তি ২০২৩ | যোগ্যতা ও আবেদনের নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়Jul 26, 2023মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ | জাতীয় বিশ্ববিদ্যালয়