৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার সমাধান : ৪১ তম BCS এমসিকিউ পরীক্ষা ১৯ মার্চ সকাল ১০:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ৪১তম BCS পদ সংখ্যা ২১৩৫ জন পরীক্ষার্থী সংখ্যা ছিল ৪,৭৫,০০০ জন প্রায়।
পরীক্ষার সময়সীমা ছিল সকাল ১০.০০ টা থেকে ১২.০০ টা পর্যন্ত।
৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার সমাধান
যারা BCSপরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে এই পোস্ট থেকে ৪১তম পরীক্ষার এমসিকিউ অংশ আয়ত্ত করতে পারেন।
কেননা পরীক্ষার প্রশ্ন বিগত বছর থেকেও করা হয়ে থাকে। তাছাড়া বিগত বছরের এমসিকিউ কিভাবে এসেছে এবং কেমন প্রশ্ন হয়েছে সেটা নিয়েও একটা ধারণা পওয়া যাবে।
এতে করে শিক্ষার্থীদের বিসিএস এমসিকিউ পরীক্ষা সহজ হয়ে যাবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করি,
আন্তর্জাতিক অংশের সমাধান
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের সমাধান
১। বেঙ্গল ফ্যান ভূমিরুপটি কোথায় অবস্থিত? Ans: বঙ্গোপসাগরে
২। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম Ans: আইসোহাইট
৩। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি Ans: পুন্ড্রবর্ধন
৪। নিচের কোনটি সত্য নয় Ans: গোবী মরুভূমি ভারতে অবস্থিত
৫। দক্ষিণ গোলার্ধে উষ্ণমাস কোনটি ? Ans: জানুয়ারি
৬। UDMC Ans: Union Disaster Management Committee
৭। মার্বেল কোন ধরনের শিলা Ans: রুপান্তরিত
৮। মধ্যম উচ্চতার মেঘ কোনটি ? Ans: স্ট্রেটাস
৯। ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বষিয় Ans: জলবায়ু পরিবর্তন হ্রাস
১০। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? Ans: সুন্দরবনের দক্ষিণে
বিসিএস প্রিলি বিজ্ঞান
১। AC কে DC করার যন্ত্র Ans: রেকটিফায়ার
২। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে Ans: লাউড স্পিকার
৩। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী? Ans: হাইগ্রোমিটার
৪। একটি বাল্বে “60W-220V” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)? Ans: (806.67)Ohm
৫) নবায়নযোগ্য জ্বালানীর উৎস Ans: বায়োগ্যাস।
৬) সোডিয়াম এসিটেটের সংকেত Ans: CH3COONa
৭) ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী? Ans: আইসোটোপ
অপেক্ষা করুন বাকি সব প্রশ্নের সমাধান নিয়ে আসছি………………………………
৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার সমাধান কারও কোন মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুল্বেন না। ধন্যবাদ।















