বুয়েট ভর্তি আবেদনের নিয়ম ও খুঁটিনাটি নিয়ে আজকের পর্ব সাজানো হয়েছে। উচ্চমাধ্যমিক পেরিয়ে ভর্তিযুদ্ধ মানে যেনো এক বিশাল যুদ্ধ।
In this paragraph, সকল শিক্ষার্থীরাই চায় যেনো সর্বোচ্চ বিদ্যাপীঠে তাদের নাম যুক্ত হোক, তেমনি বলা হয়ে থাকে সবচেয়ে মেধাবীদের বিদ্যাপীঠ হলো ‘’বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা BUET”।
বলা হয়ে থাকে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটি সবচেয়ে কঠিন পরীক্ষা। তাই প্রস্তুতিও নিতে হয় দারুণভাবে।
বুয়েট ভর্তি আবেদনের নিয়ম ও খুঁটিনাটি – ২০২৫
ইতোমধ্যে বুয়েটের অফিশিয়াল www.buet.ac.bd ওয়েবসাইটে আবেদনের সময় গত ৩০ নভেম্বর, ২০২৪ তারিখ শুরু হয়েছে বলে জানা গেছে এবং Time শেষ হবে ডিসেম্বরের ১৪ তারিখ।
এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ বিকাল ৩টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবে।
আরও দেখুনঃ বিউপি মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | BUP Admission Circuler
আবেদনের নিয়ম (সংক্ষেপে)
আবেদন করার নিয়ম, ভর্তির নির্দেশিকা (Guidelines for Admission to Undergraduate Program) বা (ugadmission.buet.ac.bd) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
- Firstly, ওয়েবসাইটে নির্দেশনা অনুযায়ী আবেদন ফরম পূরণ করে তা অনলাইনে Submit করতে হবে।
- Secondly, Submit করা শেষে একটি Application Serial No প্রদান করা হবে।
- পরে এই নম্বরের বিপরীতে BUET-এর ওয়েসবাইটে বর্ণিত পদ্ধতিতে প্রাথমিক আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি জমা দিতে হবে।
- অতঃপর আবেদনটি চূড়ান্তভাবে দাখিল (Final Submit) করতে হবে।
যে যে অনুষদে ভর্তির আবেদন করা যাবে:
- প্রকৌশল,
- পুরকৌশল,
- যন্ত্রকৌশল,
- তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল,
- স্থাপত্য ও পরিকল্পনা
পরীক্ষা সমূহের সময়সূচি ও আবেদন ফি
যেহেতু বুয়েট-এ ভর্তি পরীক্ষায় দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয় তাই একটু ভিন্নতা আছে। আবেদনের খুঁটিনাটি নিচে দেওয়া হলো,
- প্রাথমিক ভাবে ৫০০/- ফি জমা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
- প্রথমত, আবেদনের পর প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে – ২৬ ডিসেম্বর, ২০২৪
- প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে – ২৩ জানুয়ারি, ২০২৫
- মূল পরীক্ষায় যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হবে (মেধাক্রম ১ম থেকে ২৫০০ তম এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মধ্যে ১২জন কে সুযোগ দেওয়া হবে) – ৪ ফেব্রুয়ারি, ২০২৫
- মূল ভর্তি পরীক্ষায় পূণরায় আবেদন ফি ৮০০-১০০০/- জমা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে – ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
- Finaly, চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে বুয়েটের ওয়েবসাইটে – ৮ মার্চ, ২০২৫।
এডমিট কার্ড সংগ্রহ
প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত পরীক্ষার্থীদের তালিকা প্রকাশের পর একজন যোগ্য পরীক্ষার্থীকে ফি জমা দেওয়ার পর বুয়েট এর ওয়েবসাইট যেতে হবে।
এরপর, ‘Download Admit Card’ লিংকে ক্লিক করে এডমিট কার্ডের PDF Format এ ডাউনলোড করে A4 সাইজের কাগজে প্রিন্ট করতে হবে।
পরবর্তীতে প্রাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী মূল পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে একই নিয়মে এডমিট কার্ড ডাউনলোড করে সংগ্রহ করে নিবে।
সঠিক এডমিট কার্ড ব্যাতিত কোনো শিক্ষার্থীকে বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবেনা।
আবেদনের নূন্যতম যোগ্যতা এবং পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী
এসএসসি: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ডে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ) ন্যূনতম ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে।
এইচএসসি: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ডে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ) ন্যূনতম ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৫.০০ পেয়ে পাশ করতে হবে।
- তবে Fristly, ২৪,০০০ জন আবেদনকারীকে প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
- GCE ‘O’ লেভেল এবং GCE ‘A’ লেভেল পাস করা প্রার্থীদের প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ের (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিসহ) প্রতিটিতে ন্যূনতম B গ্রেড এবং GCE ‘A’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—তিন বিষয়ের যেকোনো দুটিতে ন্যূনতম ‘A’ গ্রেড এবং একটিতে ন্যূনতম ‘B’ গ্রেড পেয়ে পাস করতে হবে।
- ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে GCE ‘O’ লেভেল এবং GCE ‘A’ লেভেল পরীক্ষার ফলাফল প্রাপ্ত সব সঠিক আবেদনকারীর মধ্য থেকে উল্লিখিত নির্ধারিত গ্রেডের ভিত্তিতে বাছাই করে ১ম থেকে ৪০০তম পর্যন্ত আবেদনকারীকে প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে।
এই বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীর GCE ‘A’ লেভেল পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত গ্রেডকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করা হবে।
ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত সব সঠিক আবেদনকারীকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
প্রাক-নির্বাচনী পরীক্ষার বিষয় সমূহ
বিভাগ
গ্রুপ ক – ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।
গ্রুপ খ – ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগ।
▪️ বিষয়: গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন
▪️ পাঠ্যসূচি: ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচি।
প্রতিটি প্রশ্নের মান ১। প্রাক নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং করা হবে।
এবং প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
OMR Sheet এ শুধু কালো রংয়ের বলপয়েন্ট দ্বারা বৃত্ত ভরাট করতে হবে।
অন্য কোনো রঙিন জেলপেন ব্যবহার করা যাবেনা। পরিশিষ্ট ক- অনুসারে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ সহ যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবেনা।
However, কোনো ব্যাগ নিয়ে পরীক্ষার কক্ষে বের হওয়া যাবেনা।
উত্তরপত্রে Admission Test Roll No. এবং Application Serial No. না লিখলে বা ঘষামাজা করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে।
মানবন্টন
▪️ পূর্ণমান – ১০০ ( গণিত-৩৪, পদার্থবিজ্ঞান-৩৩, রসায়ন-৩৩)
▪️ সময় ( Time ) – ১ ঘন্টা (৬০ মিনিট)
মূল পরীক্ষার বিষয় সমূহ ও মানবন্টন
বিভাগ
গ্রুপ ক – ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।
গ্রুপ খ – ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগ।
▪️ বিষয়: গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন (ক ও খ উভয় বিভাগ) এবং মুক্তহস্ত অংকন ও দৃষ্টিগত ও স্থানিক ধী-শক্তি (খ বিভাগ)
মানবন্টন
▪️ মূল ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের জন্য ৪০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য মোট ৮০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
▪️ মোট আসন সংখ্যা – ১৩০৯ টি
এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত রয়েছে।
In conclusion, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভালো ভাবে ও পরিপূর্ণ রূপে প্রস্তুতি গ্রহণ করবেন। আমরা বুয়েট ভর্তি আবেদনের নিয়ম ও খুঁটিনাটি নিয়ে সকল তথ্য তুলে ধরেছি।
প্রত্যেকটি নির্দেশনা গুরুত্ব সহকারে আত্মস্থ করে নিবেন, আশা করি সবার পরীক্ষা আশানুরূপ হবে।














