Homeফরম পূরণসাত কলেজে ভর্তি; মানবিক ইউনিটের সাবজেক্ট চয়েজ করবেন যেভাবে

সাত কলেজে ভর্তি; মানবিক ইউনিটের সাবজেক্ট চয়েজ করবেন যেভাবে

ঢাবি অধিভুক্ত সাত কলেজে মানবিক বিভাগ থেকে যে সকল শিক্ষার্থী ভাই ও বোন আবেদন করেছেন এবং মেরিট পজিশনে স্থান পেয়েছেন তাদের মানবিক ইউনিটের সাবজেক্ট চয়েজ করবেন যেভাবে তা নিয়ে আলোচনা করবো।

আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের এই লেখার মাধ্যমে খুব সহজেই মানবিক শাখার সাবজেক্ট চয়েজ কৌশল জানতে পারবেন। পাশাপাশি সাত কলেজের ভর্তি বিষয়ক নানা জানা অজানা তথ্য নিয়ে আলোচনা করা হবে।

আমার আমাদের এই পোস্টটি এমন ভাবে সাজিয়েছি যার মাধ্যমে মানবিক ইউনিটের বিষয় চয়েজ কিভাবে করবেন এবং কি কি লক্ষণীয় বিষয় আছে সেগুলো জানতে সক্ষম হবেন।

ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েজ ফরমপূরণ করতে পারবেন।

ঢাবির সাত কলেজ রেজাল্ট দেখার সহজ নিয়ম

সাত কলেজে ভর্তি; মানবিক ইউনিটের সাবজেক্ট চয়েজ করবেন যেভাবে [ 7 college subject choice ]

সাবজেক্ট চয়েজ ফরমপূরণ করার সময় সবার আগে ২ টি বিষয় মাথায় রাখতে হবে। সবার প্রথমে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে ভাবতে হবে যে তার মেরিট অনুসারে সে আগে কলেজ কে প্রাধান্য দিবে নাকি সে সাবজেক্ট কে বেশি প্রাধান্য দিবে।

এখন আসি যদি কেউ কলেজ কে বেশি প্রাধান্য দেয় তাহলে সেই কলেজে তার পছন্দ অনুসারে সাবজেক্টগুলো আগে দিতে হবে।

যেমন ধরুন, কারো ইচ্ছা থাকে সরকারি বাঙলা কলেজে যে কোন সাবজেক্ট পাইলেই পড়বে তাহলে সাবজেক্ট চয়েজ লিস্ট এভাবে করা যেতে পারে;

  • সরকারি বাঙলা কলেজ > বাংলা
  • সরকারি বাঙলা কলেজ > ইংরেজি
  • সরকারি বাঙলা কলেজ > অর্থনীতি
  • সরকারি বাঙলা কলেজ > রাষ্ট্রবিজ্ঞান
  • সরকারি বাঙলা কলেজ > সমাজকর্ম

ঠিক এভাবে উত্তীর্ণ শিক্ষার্থীকে ধারাবাহিকভাবে বাঙলা কলেজে যে যে বিষয়ে পড়তে ইচ্ছুক সেগুলো আবেদন করতে হবে।

এখানে কারো ঢাকা কলেজ, কারো তিতুমির বা কারো ইডেন কলেজ কিংবা অন্য সাতটির যেকোনো একটি কলেজ হতে পারে, যে যে কলেজে পড়তে আগ্রহী সেটার উপর ডিপেনড করবে।

এবার আসি কেউ যদি কলেজ কে প্রাধান্য না দিয়ে সবচেয়ে বেশি সাবজেক্ট / বিষয় কে বেশি প্রাধান্য দিয়ে থাকে তাহলে যে সাবজেক্টে পড়তে বেশি ইচ্ছুক সেই সাবজেক্ট সবার আগে দিতে হবে।

ধরে নিলাম কারো পছন্দের সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান তাহলে কলেজ ও সাবজেক্ট চয়েজ লিস্ট এভাবে করা যেতে পারে;

  • ঢাকা কলেজ > রাষ্ট্রবিজ্ঞান
  • তিতুমির কলেজ > রাষ্ট্রবিজ্ঞান
  • ইডেন কলেজ > রাষ্ট্রবিজ্ঞান
  • কবি নজরুল কলেজ > রাষ্ট্রবিজ্ঞান
  • বাঙলা কলেজ > রাষ্ট্রবিজ্ঞান

উপরের ন্যায় সব গুলো কলেজে এভাবে পর্যায়ক্রমে চয়েজ দিতে হবে। অন্য আর বিষয়ে পরার ইচ্ছুক থাকলে ওই বিষয়ে একইভাবে চয়েজ দিয়ে আবেদন করতে হবে।

মানবিক ইউনিটের সাবজেক্ট চয়েজ করবেন যেভাবে

সাবজেক্ট চয়েজের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় 

সাবজেক্ট চয়েজ করার ক্ষেত্রে অবশ্যই ভালো সাবজেক্টে প্রাধান্য দিতে হবে, তাই ভালো সাবজেক্টগুলোকে চয়েজ দেওয়ার সময় আগে রাখতে হবে।

আর হ্যাঁ, পছন্দের কলেজ কে যদি আপনি বেশি প্রাধান্য দেন তাহলে হয়তো আপনি পছন্দের সাবজেক্ট পাবেন না। আবার পছন্দের সাবজেক্ট পেতে হলে অবশ্যই পছন্দের কলেজ পাবেন না।

সব কিছু মেরিট স্কোর আর আপনার সাবজেক্ট ও কলেজ চয়েজের উপর নির্ভর করবে।

বিজ্ঞান ও বাণিজ্য শাখার উত্তীর্ণ সবাই মানবিক ইউনিটের আর্টস এর সাবজেক্টগুলো চয়েজ দিতে পারবে। এক্ষেত্রে আবেদনকারীকে আবেদনের সময় ওয়েবসাইটে প্রদর্শিত সাবজেক্ট চয়েজ দিতে হবে।

কমপক্ষে ২৫ টি চয়েজ দিতে হবে। আপনি যে কয়টি সাবজেক্টের জন্য উপযুক্ত হবেন সেই সকল সাবজেক্ট কলেজের নাম সহ চয়েজ লিস্টে থাকবে। সেখান থেকে আপনাকে পছন্দ অনুসারে সাজাতে হবে।

বিঃদ্র- একবার সাবজেক্ট চয়েজ দিলে সেটা আর পরিবর্তন করার সুযোগ নেই। তাই সাবজেক্ট ও কলেজ চয়েজ করার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। সাবধানতার সহিত ভালো করে ভেবে চিন্তে চয়েজ দিতে হবে। 

বলে রাখা ভালো, মেয়েরা সর্বমোট ৬ টি কলেজে ও ছেলেরা ৫ টি কলেজে সাবজেক্ট চয়েজ দিতে পারবে।

সাত কলেজের আসন সংখ্যা

সাত কলেজে তিন ইউনিটে মোট আসন সংখ্যা = ২৬১৬০ টি।

  • বাণিজ্য ইউনিটে-৫৩১০
  • বিজ্ঞান ইউনিটে -৬৫০০
  • মানবিক ইউনিটের ১৪৩৫০

এর মধ্যে

  • মানবিক – ১১৪৮০ টি (৮০%)
  • বানিজ্য – ৭১৭ টি (৫%) এবং
  • বিজ্ঞান – ২১৫৩ টি (১৫%) সিট বরাদ্দ থাকে।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজগুলোর নাম ও অবস্থান

  1. ঢাকা কলেজ – মিরপুর রোড়, নিউমার্কেট, ঢাকা-১২০৫
  2. সরকারি বাঙলা কলেজ (১৯৬২) – মিরপুর-১, ঢাকা-১২১৬
  3. ইডেন মহিলা কলেজ (১৮৭৩) – আজিমপুর ঢাকা-১২০৫
  4. কবি নজরুল সরকারি কলেজ- লক্ষ্মীবাজার সূত্রাপুর, পুরান ঢাকা-১০০০
  5. সরকারি তিতুমীর কলেজ (১৯৬৮) – গুলশান, মহাখালি,ঢাকা-১২১৩
  6. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (১৯৪৮) – বকসি বাজার ঢাকা-১১০০
  7. সরকারি শহীদ সােহরাওয়ার্দী কলেজ (১৯৭২) – লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ঢাকা-১১০০

সাবজেক্ট চয়েজ করবেন যেভাবে

আপনাদের নিজ আইডিতে লগইন করে সাবজেক্ট চয়েজ অপশনে প্রবেশ করতে হবে এবং চয়েজ ফরম পূরণ করতে হবে।

  • কলেজ ও বিষয় নির্বাচন করার আগে ভর্তি নির্দেশিকা ভালভাবে সবাই পড়ে নিন।
  • ভর্তি নির্দেশিকায় কলেজ তালিকা, আসন সংখ্যা এবং প্রতি কলেজের স্নাতক (সন্মান) বিষয়সমূহ উল্লেখ আছে।
  • প্রার্থী যে সকল কলেজ এবং বিষয়ে পছন্দক্রম দেওয়ার যোগ্যতা রাখে সেই সবগুলোই চয়েস ফরমে উল্লেখ করা থাকবে। এখানে প্রার্থী সবগুলো কলেজ ও বিষয় পছন্দক্রম হিসাবে নির্বাচন করতে পারবে।
  • কমপক্ষে ২৫ টি বা নির্দিষ্ট সংখ্যক কলেজ এবং বিষয় আপনার পছন্দক্রম অনুসারে নির্বাচন করতে হবে।
  • ওয়েবসাইটে প্রদর্শিত কলেজ ও বিষয়ের পাশে আপনার পছন্দক্রম অনুসারে “CHOICE NO.” নির্বাচন করতে হবে, এরপর ADD বাটন ক্লিক করতে হবে।

এমনভাবে পর্যায়ক্রমে যে সকল কলেজ ও বিষয় নির্বাচন করবেন সে গুলোর Choice No. – এর ক্রম আপনার কলেজ ও বিষয়ের পছন্দক্রম বলে বিবেচিত হবে।

  • কলেজ ও সাবজেক্ট নির্বাচন করা শেষ হয়ে গেলে অবশ্যই “SAVE CHOICE LIST” বাটনে ক্লিক করতে হবে। নাহলে আপনার পছন্দক্রম ডাটাবেস-এ সংরক্ষিত (SAVE) হবে না।
  • কলেজ ও সাবজেক্ট পছন্দক্রম সফলভাবে সংরক্ষিত (SAVE) হলে “PRINT CHOICE LIST” বাটনটি শো করবে।  এখন “PRINT CHOICE LIST” বাটনে ক্লিক করে আপনি আপনার Choice List টি প্রিন্ট করতে পারবেন।

ওয়েবসাইটে কলেজ ও বিষয় একবার নির্বাচনের পর সেটা আর বাতিল করা যাবে না । অতএব, সঠিকভাবে সতর্ক থেকে চিন্তা ভাবনার পর আপনার পছন্দক্রম নির্বাচন করুন।

সর্বাধিক জিজ্ঞাসিত 

১. সাবজেক্ট চয়েজ কিভাবে দিব? 

উত্তরঃ এ বিষয়ে উপরের লেখায় বিস্তারিতভাবে সকল কিছু আলোচনা করেছি, উক্ত আলোচনা মনোযোগ সহকারে পড়ে আসুন।

২. সাত কলেজের ওয়েবসাইট এড্রেস কি? 

উত্তরঃ https://7college.du.ac.bd/

৩. সাত কলেজে আবেদন করতে কত পয়েন্ট লাগবে?

উত্তরঃ বিজ্ঞান বিভাগ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে চতুর্থ বিষয় সহ মোট জিপিএ .০০ পেতে হবে।

বাণিজ্য বিভাগে এস. এস. সি ও এইচএসসি তে চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৬.৫০ পেতে হবে।

মানবিক থেকে এস. এস. সি এবং এইচএসসি মিলে ৬.০০ জিপিএ পেতে হবে।

৪. সাত কলেজের ভর্তি পরীক্ষা কোথায় হয়?

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সাত কলেজের কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়ে থাকে।

 

এডু হেল্পস বিডি
এডু হেল্পস বিডিhttps://eduhelpsbd.com
এডু হেল্পস বিডি শিক্ষা বিষয়ক বাংলা কমউনিটি ওয়েবসাইট। এডু হেল্পস বিডি এর অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর কমিউনিটি তৈরি করা। পাশাপাশি পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সেবা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা ও লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমাদের অনুসরণ করুন

16,985FansLike
10,000FollowersFollow
5,000FollowersFollow
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

মন্তব্য সমূহ

spot_img

সমস্ত ক্যাটেগরি

শিক্ষা সংবাদ (41)শিক্ষা (39)জাতীয় বিশ্ববিদ্যালয় (37)ফলাফল (24)পরীক্ষা (23)ভর্তি তথ্য (17)ফরম পূরণ (10)ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (10)এইচ.এস.সি (10)ডিগ্রি (9)অনার্স (9)সাত কলেজ (7)বি সি এস (7)মতামত (6)রুটিন (5)টেক নিউজ (4)অনলাইন ইনকাম (4)অনলাইনে আয় (4)সময়সূচি (4)লেখালেখি (4)এস.এস.সি (4)প্রিলিমিনারী টু মাস্টার্স (3)প্রবেশপত্র (3)বিসিএস প্রিপারেশন (3)বিসিএস টিপস (3)শিক্ষক নিবন্ধন (3)সিলেবাস (2)প্রশ্ন সমাধান (2)শিক্ষক নিয়োগ (2)রিলিজ স্লিপ (2)একাদশ ভর্তি (2)চাকরির খবর (2)ইঞ্জিনিয়ারিং ভর্তি (1)সাত কলেজে ভর্তি (1)সাবজেক্ট চয়েজ (1)মাস্টার্স প্রাইভেট (1)ssc results 2024 (1)মেধা তালিকা (1)ডিপ্লোমা কোর্স (1)ঢাকা বিশ্ববিদ্যালয় (1)এনটিআরসিএ (1)কবিতা (1)পাবলিক বিশ্ববিদ্যালয় (1)পলিটেকনিক (1)আসন বিন্যাস (1)প্রাথমিক শিক্ষা (1)ফলাফল পুনঃমূল্যায়ন (1)বই পরিচিতি (1)সাবজেক্ট পরিচিতি (1)লেকচার শীট (1)কেন্দ্র তালিকা (1)মেডিকেল ও ডেন্টাল (0)মডেল টেস্ট (0)জে.এস.সি (0)পি.এস.সি (0)বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (0)বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (0)বেসরকারি বিশ্ববিদ্যালয় (0)ধর্মীয় শিক্ষা (0)সাধারণ জ্ঞান (0)সরকারি চাকরি (0)
error: Content is protected !!