Homeঅনার্সরিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি | জাতীয় বিশ্ববিদ্যালয়

রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি | জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি ২০২৩। প্রিয় পাঠক বন্ধু আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরো একটি টপিক নিয়ে।

আজকের পোস্টের টপিক হচ্ছে অনার্সে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি আবেদন ২০২৩। যারা অনার্স ভর্তির জন্য রিলিজ স্লিপ সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের এই পোস্টটি মূলত তাদের জন্যই।

আজকের এই পোস্টে আমরা আলোচনা করব রিলিজ স্লিপ কি? রিলিজ স্লিপের জন্য কিভাবে আবেদন করতে হয় এবং রিলিজ স্লিপে আবেদনের তারিখ।

রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি ২০২৩ | National University Release Slip Application 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতির সর্বশেষ স্টেপ হচ্ছে রিলিজ স্লিপ। যারা কোন কলেজে চান্স পায় না কিংবা চান্স পেয়েও ভর্তি হয়না তাদের জন্য শেষ সুযোগ হিসাবে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি করানো হয়।

রিলিজ স্লিপ আবেদন তারা করতে পারবে যারা অনার্স ভর্তির প্রাথমিক আবেদন করেছে এবং ১ম, ২য় ও কোটা মেধাতালিকায় চান্স পায়নি।

বলে রাখা ভালো যে, রিলিজ স্লিপ আবেদনের সুযোগ ২ বার থাকে।

প্রথম রিলিজ স্লিপে যদি কেউ চান্স না পায় সেক্ষেত্রে তাদের ২য় রিলিজ স্লিপে আবারো আবেদন করার সুযোগ দেওয়া হয়।

নিচে রিলিজ স্লিপ সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করা হলোঃ

রিলিজস্লিপ কি?

প্রথমে জানানো যাক রিলিজ সিলিপ কি? অনেকেই আসলে ঠিকঠাক ভাবে জানে না যে রিলিজ স্লিপ কাকে বলে। রিলিজ স্লিপ মানে ছাড়পত্র।

তবে পারিভাষিক অর্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম মেধা তালিকা ও দ্বিতীয় মেধা তালিকা এবং কোটা মেধা তালিকায় যারা চান্স পাইনি অথবা চান্স পেয়েও ভর্তি হয়নি, তাদেরকে যে  প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি করানো হয় তাকে রিলিজ স্লিপ বলে।

রিলিজস্লিপ কারা পাবে?

অনেক স্টুডেন্ট এর মাথায় এমন প্রশ্ন ঘুরে যে রিলিজস্লিপ কারা পাবে?

রিলিজস্লিপ তারাই পাবে যারা কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি হতে পারেনি বা মেধা তালিকায় চান্স পাইনি।

যেসব ছাত্র-ছাত্রী অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়নি বা মেধাতালিকায় চান্স পায়নি তাদেরকে আরো একটি সুযোগ দেওয়া হয় এই রিলিজস্লিপ এর মাধ্যমে।

এই রিলিজ স্লিপ এর মাধ্যমে তাদের আরো পাঁচটি কলেজে ভর্তির আবেদন করতে সুযোগ দেওয়া হয়।

আসুন এবার জেনে নেওয়া যাক রিলিজস্লিপের অনলাইনে আবেদন পদ্ধতি

রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি আবেদনের নিয়ম/পদ্ধতি

নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির  রিলিজস্লিপের আবেদন পদ্ধতি আলোচনা করা হলোঃ

রিলিজ স্লিপে আবেদন এর নিয়ম সম্পর্কেও অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। এজন্য আজকের এই আর্টিকেলে রিলিজস্লিপে আবেদন করার নিয়ম সম্পর্কেও কথা বলব।

আরো পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপে আবেদন সংক্রান্ত সকল তথ্য ২০২৩

রিলিজস্লিপে আপনি কিভাবে আবেদন করছেন সেটার উপরেও নির্ভর করে আপনি অনার্সে ভর্তির সুযোগ পাবেন কিনা।

এজন্য অবশ্যই রিলিজস্লিপে আবেদন করার আগে ভালোভাবে ঠিক করে নিবেন আপনার রেজাল্টের উপর ভিত্তি করে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান।

একজন শিক্ষার্থী নিজেই তার ঘরে বসে রিলিজস্লিপে আবেদন করতে পারবে। চলুন দেখে আসি কিভাবে আপনারা নিজেরাই ঘরে বসে রিলিজস্লিপে আবেদন করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির রিলিজস্লিপ আবেদন পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজস্লিপে আবেদন করার জন্য প্রথমে আপনারা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইট লিংকটি আমরা দিয়ে দিচ্ছি।

ভর্তি বিষয়ক অফিশিয়াল ওয়েবসাইটঃ https://www.nu.ac.bd/admissions/

  • উপরে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের ছবির মত একটি পেজ ওপেন হবে।

  • এই পেজের বম পাশ থেকে “Applicant’s Login” ট্যাপে ক্লিক করলে নিচের পেজের আসবে। এখানে আপনার রোল ও পিন দিয়ে লগিন করে নিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্টুডেন্ট আইডিতে লগিন করতে এখানে ক্লিক করুন। 

  • রোল ও পিন দিয়ে লগিন করার পর আপনার স্টুডেন্ট আইডি ওপেন হবে।
  • তারপরে আপনারা ওইখানে Release slip নামে একটি অপশন দেখতে পারবেন। আবেদন করতে Release slip অপশনে ক্লিক করবেন।
রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি
রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি হওয়ার নিয়ম
  • এরপরে আপনাদের সামনে ১ম ধাপে উপরে দেওয়া ছবির মত জেলা, কলেজ, সাবজেক্ট চয়েজ এর পেজ ওপেন হবে।
  • ওই পেজে আপনারা ১ম Division সিলেক্ট করবেন অর্থাৎ আপনারা যেই বিভাগের কলেজে ভর্তি হতে চান সেটি।
  • তারপরে আপনারা ২নং District সিলেক্ট করবেন অর্থাৎ ওই কলেজটির যে জেলায় অবস্থিত সেটি।
  • ৩য় বার  আপনারা ওই কলেজের নাম সিলেক্ট করবেন।

ডিভিশন, জেলা ও কলেজ নাম সিলেক্ট করলেই দেখবেন ডান পাশে সাবজেক্টের নাম চলে আসবে।

এখানে যে যে বিষয়ে সিট এখনো ফাঁকা আছে শুধুমাত্র সেগুলোই আসবে।

  • এখন আপনি যেই যেই সাবজেক্ট এ এপ্লাই করতে চান সেই সেই সাবজেক্ট গুলো সিলেক্ট করে দিবেন।

অনূরুপভাবে আপনাদের আরো ৪ টি কলেজ অথ্যাৎ সর্বমোট ৫ টি কলেজ চয়েজ করতে পারবেন।

আপনার চয়েজ মত ৫টি কলেজ সিলেক্ট করা শেষ হলে আরেকবার রিভিশন দিয়ে নিবেন। কলেজ ও বিষয় চয়েজ ঠিকমত দিয়েছেন কিনা তা আপনি নিশ্চিত হয়ে নিবেন।

  • এবার কলেজ এবং সাবজেক্ট চয়েজ দেওয়ার পরে আপনারা next বাটনে ক্লিক করবেন।
  • তারপরে preview application এ ক্লিক করুন।

  • আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে। যেখানে আপনাদের দেওয়া কলেজ এবং সাবজেক্ট গুলোর একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে আপনি Submit application এ ক্লিক করবেন।

আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনাদের সামনে আরো একটি পেজ ওপেন হবে।

এই পেজ থেকে আপনারা Download PDF এর উপর ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিবেন।

এভাবে আপনাদের রিলিজ স্লিপে আবেদন সম্পন্ন হবে। অনেকেই মনে করে রিলিজ স্লিপে আবেদন করা হয়তো অনেক কঠিন কিন্তু আসলে এটি খুবই সহজ একটি মাধ্যম।

রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে?

অনেক শিক্ষার্থী রয়েছে যারা রিলিজস্লিপের আবেদন কবে থেকে শুরু হবে সেটি জানেনা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তির জন্য রিলিজস্লিপে আবেদনের শুরু ১৩ই জুলাই ২০২৩ হতে এবং রিলিজ স্লিপে আবেদনের শেষ সময় ২৩ শে জুলাই ২০২৩ পর্যন্ত।

এজন্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি বা কোনো কলেজে অনার্স এর জন্য ভর্তি হয়নি তারা ১৩ জুলাই থেকে ২৩ জুলাই এর মধ্যে রিলিজ স্লিপে  আবেদন করে নিবেন।

প্রথম রিলিজ স্লিপের আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুনঃ

অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপে আবেদন ২০২৩

রিলিজ স্লিপের ফলাফল দেখবেন যেভাবে

রিলিজ স্লিপ এ আবেদন করার ৭ থেকে ১০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করে দেয়।

ফলাফল দেখার জন্য আমরা প্রথমে যে লিংকটি দিয়েছি অর্থাৎ আপনাদের স্টুডেন্ট আইডিতে চলে যাবেন।

স্টুডেন্ট আইডিটির লগইন করলেই ওইখানে লেখা উঠবে আপনি যদি চান্স পান তাহলে কলেজ এবং সাবজেক্ট।

নির্ধারিত কলেজ ও বিষয়ে চন্স পাওয়ার পর ভর্তি ফরম ডাওনলোড করে তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে।

শেষ কথাঃ

আমি এই আর্টিকেলের মাধ্যমে রিলিজ স্লিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমার লেখার মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

লেখাটি সম্পূর্ন পড়ে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

 

লাইলাতুল জান্নাত খান
লাইলাতুল জান্নাত খান
আমি "এডু হেল্পস্ বিডি" ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয়ে লেখালেখি করে থাকি। পাশাপাশি আমি ডাটা এন্ট্রি সহ ফেসবুক মার্কেটিং করি। আমি একজন প্রফেশনাল ফ্রিলান্সার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমাদের অনুসরণ করুন

16,985FansLike
10,000FollowersFollow
5,000FollowersFollow
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

মন্তব্য সমূহ

spot_img

সমস্ত ক্যাটেগরি

শিক্ষা সংবাদ (38)শিক্ষা (31)জাতীয় বিশ্ববিদ্যালয় (29)পরীক্ষা (23)ফলাফল (20)ভর্তি তথ্য (13)ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (11)এইচ.এস.সি (10)ডিগ্রি (8)ফরম পূরণ (7)অনার্স (7)বি সি এস (6)সাত কলেজ (6)মতামত (5)রুটিন (5)অনলাইনে আয় (4)অনলাইন ইনকাম (4)টেক নিউজ (4)এস.এস.সি (4)সময়সূচি (4)বিসিএস টিপস (3)বিসিএস প্রিপারেশন (3)প্রবেশপত্র (3)লেখালেখি (2)কেন্দ্র তালিকা (2)প্রিলিমিনারী টু মাস্টার্স (2)সিলেবাস (2)শিক্ষক নিবন্ধন (2)প্রশ্ন সমাধান (2)পাবলিক বিশ্ববিদ্যালয় (1)শিক্ষক নিয়োগ (1)এনটিআরসিএ (1)ঢাকা বিশ্ববিদ্যালয় (1)রিলিজ স্লিপ (1)একাদশ ভর্তি (1)চাকরির খবর (1)মেধা তালিকা (1)কবিতা (1)লেকচার শীট (1)ফলাফল পুনঃমূল্যায়ন (1)আসন বিন্যাস (1)পলিটেকনিক (0)সরকারি চাকরি (0)বই পরিচিতি (0)মেডিকেল ও ডেন্টাল (0)মডেল টেস্ট (0)জে.এস.সি (0)সাধারণ জ্ঞান (0)পি.এস.সি (0)বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (0)বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (0)বেসরকারি বিশ্ববিদ্যালয় (0)সাবজেক্ট পরিচিতি (0)ধর্মীয় শিক্ষা (0)প্রাথমিক শিক্ষা (0)
error: Content is protected !!