Home উপবৃত্তির জন্য কি কি কাগজপত্র লাগবে?

উপবৃত্তির জন্য কি কি কাগজপত্র লাগবে?

প্রশ্নোত্তর বিভাগCategory: Questionsউপবৃত্তির জন্য কি কি কাগজপত্র লাগবে?
মোহন ইসলাম asked 10 months ago

জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের উপবৃত্তি কারা কারা পাবে, কি কি কাগজপত্র লাগবে এই বিষয়ে একটু জানার দরকার ছিল। কেউ সহযোগিতা করুন প্লিজ।

1 Answers
এডু হেল্পস বিডি Staff answered 10 months ago

◼️ অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ

১. শিক্ষার্থী এইচএসসি রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার;
২. ডিগ্রির রেজিষ্ট্রেশন নাম্বার;
৩. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম নিবন্ধন নিবন্ধনের নম্বর;
৪. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর,মোবাইল নং;
৫. পাসপোর্ট সাইজের এক কপি ছবি;
৬. শিক্ষার্থীর ব্যাংকের নাম ও একাউন্ট নাম্বার।
(উল্লেখ্য,ব্যাংক একাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থী যেকোনো ব্যাংক একাউন্ট নম্বর ব্যবহার করতে পারবেন! কোনো শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট না থাকলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে (শুধুমাত্র বিকাশ,রকেট) একাউন্ট নম্বর দিয়ে আবেদন করতে পারবেন) নিজের নামের সঙ্গে একাউন্ট নং মিল থাকতে হবে।

error: Content is protected !!