Homeভর্তি তথ্যএকাদশ ভর্তিএকাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ | আবেদন প্রক্রিয়া

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ | আবেদন প্রক্রিয়া

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য আজকে আমাদের এই লেখা। আজকের আলোচনায় থাকছে একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম।

আপনারা জেনে খুশি হবেন যে, একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। 

গত ২৭ শে জুলাই প্রকাশিত হয়েছে এসএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল। বরাবরের মত এবারও শিক্ষার্থীরা দারুন ফলাফল করেছে।

এসএসসি পরীক্ষার ফলাফলের পর এখন একাদশ শ্রেণিতে ভর্তি হবার পালা।

আগামী ১০ই আগস্ট ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এবারও অনলাইনের মাধ্যমে কলেজ নির্বাচন করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। আর সেই জন্যই আমাদের এই আর্টিকেল।

তোমরা যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবে তাদের জীবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। সেই অধ্যায়ের এক গুরুত্বপূর্ণ ধাপ হলো কলেজ নিশ্চয়ন এবং কলেজে ভর্তি।

সঠিকভাবে কলেজ নিশ্চয়ন করতে হলে অবশ্যই তোমাকে সকল কলেজ সম্পর্কে ধারণা রাখতে হবে।

কোন কলেজে কত জিপিএ চাইতে পারে তা সম্পর্কে জানতে হবে এছাড়াও ভর্তির সকল বিষয়াদি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখতে হবে।

তোমাকে তোমার নতুন জীবনের সূচনায় অর্থাৎ একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ সম্পর্কে অবগত করতে এই আর্টিকেল।

নিম্নে সকল তথ্য বিশদ ভাবে আলোচনা করা আছে। আশা করি উপকৃত হবে।

এই পোস্টে আপনার জন্য যা যা থাকছেঃ

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ বিজ্ঞপ্তি দেখুন 

একাদশ শ্রেণিতে ভর্তি

একাদশ ভর্তি

সম্পূর্ন বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এখানে

একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা

এবার জেনে নেওয়া যাক একজন শিক্ষার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তি হতে হলে তার কি কি যোগ্যতা থাকা আবশ্যক।

যে সকল শিক্ষার্থী ২০২১,২০২২ এবং ২০২৩ সালের এস এস সি এবং সমমান পরীক্ষায় যেকোন শিক্ষা বোর্ড বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তীর্ণ হয়েছো তারা সকলেই ২০২৩ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

বিদেশ থেকে আগত শিক্ষার্থীরাও বাংলাদেশে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। একাদশ শ্রেণিতে ভর্তিএ নতুন নিয়মানুযায়ী তাদের জন্যও উপরোক্ত ব্যাবস্থা রয়েছে।

দেশের বাইরের যেকোনো বোর্ড বা অনুরূপ প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক প্রদত্ত সনদপত্রের মান প্রযোজ্য হবে।

একাদশ শ্রেণিতে ভর্তির গ্রুপ নির্বাচন

এখন দেখা যাক তোমরা ভর্তির ক্ষেত্রে কিভাবে গ্রুপ নির্বাচন করবে,

  • তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে থাকো তবে তুমি বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা এই তিনটি বিভাগেই আবেদন করতে পারবে।
  • ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ হলে তুমি ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগে আবেদন করতে পারবে।
  • যদি তুমি মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে থাকো তবে তুমি মানবিক ব্যতীত কোন বিভাগে আবেদন করতে পারবে না।
  • যেকোনো বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীগণ গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রুপ থেকে যেকোনো একটি নির্বাচন করতে পারবেন
  • মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী হয়ে থাকলে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক থেকে যেকোনো একটি এবং সাধারণ বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীগণ মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে যেকোনো একটি নির্বাচন করতে পারবে।

তবে কলেজভেদে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার যোগ্যতা নির্ভর করে।

বিস্তারিত বলা যাক, বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে জিপিএ নির্ভর করে।

যেমন, বেশিরভাগ নামকরা কলেজগুলোতে বিজ্ঞান বিভাগে  জিপিএ ৫.০০ থেকে ৪.৫০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.০০ থেকে ৩.৫০ এবং মানবিক বিভাগে ৩.০০ থেকে ২.৫০ পর্যন্ত প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়।

তবে এই মানটি কলেজভেদে ভিন্ন হয়ে থাকে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কলেজে সম্পর্কে বিস্তারিত খোজ নিয়ে দেখতে পারো উক্ত কলেজ তোমার প্রাপ্ত জিপিএ ধারী শিক্ষার্থী ভর্তি নিচ্ছে কি না।

নিম্নের লিংক থেকে জেনে নিতে পারো কোন কলেজ কত জিপিএ নিচ্ছে এবং আসন সংখ্যা কত

Xiclassadmission.gov.bd

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের নিয়মাবলী

কলেজে ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে?

আগামী ১০ আগস্ট ২০২৩ তারিখ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের  একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হবে এবং এই কার্যক্রম  চলবে ২০ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

বরাবরের মত তিনটি ধাপে চলবে আবেদন কার্যক্রম। তবে এবার এসএমএস এর মাধ্যমে ভর্তির আবেদন করার সুযোগ থাকছে না।

শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

৩টি ধাপে শিক্ষার্থীদের কাছে আবেদন নেয়া হবে। অনলাইন আবেদন শেষে ফলাফল নির্দিষ্ট সময় পর  প্রতিটি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর সঙ্গে নির্বাচিত আবেদনকারীর দেয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। অনলাইনে বা সরাসরি কলেজে গিয়ে ভর্তি নিশ্চয়নের সুযোগ থাকবে।

একাদশ ভর্তি ২০২৩-২০২৪ আবেদন ও ফলাফল প্রকাশের গুরুত্বপূর্ণ তারিখ

  • ১ম পর্যায়ে অনলাইন আবেদন গ্রহণ চলবে ১০ আগস্ট ২০২৩ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত।  ১ম পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ৫ই সেপ্টেম্বর।
  • ২য় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে  ১২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৩ অব্দি। এই পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে ১৬ই সেপ্টেম্বর। এই সময় ১ম পর্যায়ের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে।
  • ৩য় পর্যায় অর্থাৎ সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ২০ এবং ২১ সেপ্টেম্বর। ৩য় পর্যায়ের ফল এবং ২য় পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে ২৩শে সেপ্টেম্বর।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম

এবার জেনে নেওয়া যাক ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করা যাবেঃ

প্রথমেই বিকাশ, নগদ বা শিউর ক্যাশ এর মাধ্যমে একটি নির্দিষ্ট আবেদন ফি (নিম্নে বিশদ ভাবে আলোচনা করা হয়েছে) প্রদান করতে হবে।

এরপর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে যেয়ে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে। নিম্নে বিকাশের মাধ্যমে অনলাইন ফি প্রদানের নিয়মাবলি দেওয়া হলোঃ

এইচএসসি ভর্তি ২০২৩-২০২৪ আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

একাদশ ফি জমা

  • প্রথমেই  বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে।
  • এরপর পে বিল অপশনে যেয়ে একাদশ শ্রেণিতে ভর্তির অপশন XI Admission 2023 এ যেয়ে যে তথ্য গুলো চাইবে তা দিয়ে শিক্ষার্থী বা অভিভাবকের একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে।
  • এখন পে করতে এগিয়ে যান লেখায় ক্লিক করলে শিক্ষার্থীদের তথ্য সংবলিত একটি পাতা আসবে।
  • যদি কেউ ভুল করে থাকো কোন তথ্য দিতে। এই পর্যায়ে তা ঠিক করে নিতে পারো।
  • পরের ধাপে পিন নাম্বার দিয়ে সেন্ড মানি করে দিলেই ফিরতি এসএমএস আসবে টাকা পরিশোধের।
  • এরপর নিম্নের ওয়েবসাইটে যেয়ে Apply Button এ ক্লিক করে প্রদত্ত ধাপ অনুযায়ী ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।

এসএসসি পরীক্ষা ২০২৩ (SSC Exam 2023) সর্বশেষ আপডেট

অনলাইনে একাদশ ভর্তির আবেদন করার নিয়ম

একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটঃ http://www.xiclassadmission.gov.bd/

প্রদত্ত তথ্যছকে এসএসসি বা সমমানের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসের সাল এবং বোর্ড প্রদান করতে হবে।

তথ্য সঠিক হলে শিক্ষার্থীর প্রাপ্ত ফলাফল অর্থাৎ জিপিএ দেখাবে।

এরপর শিক্ষার্থীর বা অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে। কোটা থেকে থাকলে তার তথ্য দিতে হবে।

পরবর্তী ধাপে পছন্দের কলেজ, গ্রুপ, শিফট, ভার্সন সিলেক্ট করতে হবে।

তোমরা সর্বোচ্চ ১০টি এবং সর্বনিম্ন ৫টি কলেজ চয়েজ দিতে পারো।

তোমরা চাইলে তোমাদের কলেজ এর পছন্দক্রম নির্ধারণ করতে পারবে এবং একই কলেজের একাধিক শিফট ভার্সনে আবেদন করতে পারবে।

আবেদনকারী Preview Button এ ক্লিক করে তার পছন্দক্রম দেখে নিতে পারবে।

পছন্দক্রম সঠিক হলে Submit বাটনে ক্লিক করতে হবে।

সাবমিট হয়ে গেলে শিক্ষার্থীর প্রদত্ত মোবাইল নাম্বারে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন নিশ্চিতকরণ এসএমএস এবং সিকিউরিটি কোড আসবে।

কোডটি গোপনীয়তার সাথে সংরক্ষণ করতে হবে, এটি পরবর্তীতে আবেদন সংশোধন ও ভর্তিতে প্রয়োজন হতে পারে।

তোমরা চাইলে তোমদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারো।

আর হ্যা, তোমরা সর্বোচ্চ ৫ বার উক্ত ওয়েবসাইটে লগইন করে তোমাদের কলেজ পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।

একাদশ ভর্তির আবেদন ফি

কলেজ বা একাদশ শ্রেণিতে ২০২৩ সালে ভর্তি আবেদন ফি হলো ১৫০ টাকা।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে এবং একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর ২০২৩ থেকে।

একাদশ শ্রেণিতে ভর্তির ফি

সরকারি,বেসরকারি এবং এমপিওভুক্ত কলেজের ভর্তি ফি নিম্নরূপ,

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি  ফি নির্ধারণ করে দিয়ে শিক্ষার্থীদের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরুর পূর্বেই কলেজের ভর্তি ভর্তি ফিসহ মাসিক বেতন ও যাবতীয় খরচের বিষয়ে অবহিত হয়ে সংশ্লিষ্ট কলেজে ভর্তির নির্দেশনা দিয়েছে।

মফস্বল বা পৌর (উপজেলা) এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে সেশন ফিসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ১০০০ টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২০০০ টাকা।

এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ৩০০০ টাকা নির্ধারিণ করা হয়েছে।

মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ৫০০০ টাকার বেশি অর্থ আদায় করতে পারবে না।

ঢাকা মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন ও এমপিও বহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার জন্য শিক্ষার্থী ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৭৫০০ টাকা।

এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৮৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান এবার ১৫০০ টাকার বেশি আদায় করতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একাদশ ভর্তি রেজাল্ট ২০২৩

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১ম পর্যায়ের আবেদনের রেজাল্ট পাবে ৫ই সেপ্টেম্বর। ৭ থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত কলেজ নিশ্চয়ন করা যাবে।

১ম পর্যায়ের ভর্তির রেজাল্ট দেখুন এখানে

২য় পর্যায়ের শিক্ষার্থীদের কলেজ নিশ্চয়ন করতে হবে ১৭ ও ১৮ই সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে।

২য় পর্যায়ের ভর্তির রেজাল্ট দেখুন এখানে

৩য় পর্যায়ের শিক্ষার্থীদের কলেজ নিশ্চয়ন করতে হবে ২৪ ও ২৫শে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে।

৩য় পর্যায়ের ভর্তির রেজাল্ট দেখুন এখানে

এরপর ২৬শে সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত সকল শিক্ষার্থীকে নির্দিষ্ট কলেজে স্ব শরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে।

৮ই অক্টোবর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

একাদশে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে?

একাদশ শ্রেণিতে ভর্তি হতে বেশ কিছু দরকারী কাগজপত্রের প্রয়োজন হবে। যেমন,

কলেজে ভর্তি হতে কি প্রয়োজন? 

১। এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড

২। এসএসসি পরীক্ষার প্রবেশপত্র

৩। প্রশংসাপত্র

৪।  এসএসসি পরীক্ষার মার্কশিট

৫। একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনকারী শিক্ষার্থীর ছবি এবং পরিচয় পত্র।

৬। অভিভাবকের ভোটার আইডি কার্ড ও ছবি

৭। আবেদনের সময়কার সিকিউরিটি কোড

৮। কোটা থাকলে তার সনদপত্র এবং

৯। মোবাইল নাম্বার।

একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চয়ন পদ্ধতি

একাদশ শ্রেণিতে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হলে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করতে ৩৩৫ টাকা নিশ্চয়ন ফি অনলাইনের (বিকাশ,রিকেট) মাধ্যমে প্রদান করতে হবে।

বিকাশের পে বিল অপশনে যেয়ে XI Admission সিলেক্ট করে টাকা প্রদান করতে হবে।

নিশ্চয়ন ফি প্রদান না করলে কলেজ নির্বাচন বাতিল বলে গণ্য হবে।

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা

কলেজ ভর্তি

একাদশ ভর্তি ২০২৩

HSC Admission

২০২৩-২০২৪ একাদশ ভর্তির নীতিমালা ডাউনলোড লিংক

একাদশ শ্রেণিতে ভর্তি বাতিল করার নিয়ম

ভর্তি বাতিল করতে হলে তোমাকে সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ভর্তি বাতিল করার জন্য তোমাকে ভর্তি বাতিলের ফর্ম সংগ্রহ করতে হবে যা তুমি যে কলেজে ভর্তি হবে সেখানেই পাবে।

এরপর নির্দিষ্ট তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটির সাথে ভর্তি বাতিলের কারণের প্রমাণ সহ প্রয়োজনীয় কাগজপত্র অত্র কলেজের অধ্যক্ষের নিকট জমা দিতে হবে।

ভর্তি বাতিলের ক্ষেত্রে কিছু টাকা জমা নিবে যার পরিমাণ বোর্ড কর্তৃক নির্ধারিত। যদি ভর্তি বাতিলের কারণ এর প্রমাণপত্র না থাকে তবে বাতিলের আবেদন গ্রহণ হবে না।

শেষ কথাঃ

এই ছিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য।

আমরা এই লেখার মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ নিয়ে বিস্তারিত আলোকপাত করেছি।

সেই সাথে একাদশ শ্রেণির ভর্তি কবে ২০২৩? সেই বিষয়েও জানিয়েছি। একাদশ শ্রেণির ভর্তি ২০২২-২০২৩ ও একাদশ ভর্তি ২০২৩-২০২৪ জানিয়েছি।

আশা করি তোমাদের উপকারে আসবে। ১০ই আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু, ২৬ শে সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত ভর্তি চলবে এবং ৮ই অক্টোবর থেকে ক্লাস শুরু।

একাদশ শ্রেণির সকল শিক্ষার্থীর জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

মারিয়া রহমান
মারিয়া রহমান
আমি 'এডু হেল্পস্ বিডি' তে নিয়মিত শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয়ে লোখালেখি করে থাকি। পাশাপাশি সকল শিক্ষার্থীদের লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য নিশ্চিত করে সমস্যা সমাধান করার চেস্টা করি। আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিদ্যা ডিপার্টমেন্টে পড়াশোনা করছি।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমাদের অনুসরণ করুন

16,985FansLike
10,000FollowersFollow
5,000FollowersFollow
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

মন্তব্য সমূহ

spot_img

সমস্ত ক্যাটেগরি

শিক্ষা সংবাদ (38)শিক্ষা (33)জাতীয় বিশ্ববিদ্যালয় (29)পরীক্ষা (22)ফলাফল (22)ভর্তি তথ্য (13)এইচ.এস.সি (10)ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (10)ডিগ্রি (8)ফরম পূরণ (7)অনার্স (7)বি সি এস (6)সাত কলেজ (6)মতামত (5)রুটিন (5)অনলাইনে আয় (4)অনলাইন ইনকাম (4)টেক নিউজ (4)এস.এস.সি (4)সময়সূচি (4)শিক্ষক নিবন্ধন (3)বিসিএস প্রিপারেশন (3)বিসিএস টিপস (3)প্রবেশপত্র (3)শিক্ষক নিয়োগ (2)প্রিলিমিনারী টু মাস্টার্স (2)সিলেবাস (2)প্রশ্ন সমাধান (2)লেখালেখি (2)ঢাকা বিশ্ববিদ্যালয় (1)রিলিজ স্লিপ (1)একাদশ ভর্তি (1)চাকরির খবর (1)মেধা তালিকা (1)এনটিআরসিএ (1)প্রাথমিক শিক্ষা (1)পাবলিক বিশ্ববিদ্যালয় (1)কবিতা (1)ssc results 2024 (1)ফলাফল পুনঃমূল্যায়ন (1)কেন্দ্র তালিকা (1)লেকচার শীট (1)আসন বিন্যাস (1)মডেল টেস্ট (0)মেডিকেল ও ডেন্টাল (0)বই পরিচিতি (0)সরকারি চাকরি (0)সাধারণ জ্ঞান (0)জে.এস.সি (0)সাবজেক্ট পরিচিতি (0)পি.এস.সি (0)বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (0)বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (0)বেসরকারি বিশ্ববিদ্যালয় (0)ধর্মীয় শিক্ষা (0)পলিটেকনিক (0)
error: Content is protected !!